দেওধর ট্রফিতে অলরাউন্ড পারফরম্যান্স রিয়ান পরাগের। সদ্য এমার্জিং এশিয়া কাপে রানার্স ভারত এ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও নজর কাড়ছেন। নর্থ জোনের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতল ইস্ট জোন। অন্য ম্যাচে, নর্থ ইস্ট জোনকে সহজেই হারাল সাউথ জোন। দেওধর ট্রফিতে দিনের প্রথম দুটি ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইস্ট জোন বনাম নর্থ জোন ম্যাচটি হল হাইস্কোরিং। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইস্ট জোন অধিনায়ক সৌরভ তিওয়ারি। তবে শুরুটা প্রত্যাশিত হয়নি তাদের। গত ম্যাচে শতরানকারী অভিমন্যু ঈশ্বরণ এই ম্যাচে বড় রান পেলেন না। মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারায় ইস্ট জোন। এরপরই দুই তরুণ ব্যাটারের কামাল। রিয়ান পরাগ ১০২ বলে ১৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। কিপার-ব্যাটার কুমার কুশাগ্র করেন ৮৭ বলে ৯৮ রান। বাঁ হাতি পেসার শাহবাজ আহমেদ ৭ বলে ১৬ রানের অপরাজিত ক্যামিও খেলেন। শেষ অবধি ৮ উইকেটে ৩৩৭ রানের বড় স্কোর গড়ে ইস্ট জোন।
নর্থ জোনের হয়ে নজর কাড়েন দুই পেসার মায়াঙ্ক যাদব এবং হর্ষিত রানা। মায়াঙ্ক ৪ এবং হর্ষিত ৩ উইকেট নেন। এত বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে মরিয়া চেষ্টা করে নর্থ জোন। অভিষেক শর্মা, হিমাংশু রানা, মনদীপ সিংরা সেট হলেও দলকে জেতানোর মতো ইনিংস খেলতে ব্যর্থ। অধিনায়ক নীতীশ রানা ৪১ বল খেলে করেন মাত্র ২৭ রান। ব্যাট হাতে বিধ্বংসী সেঞ্চুরির পর বল হাতে ৪ উইকেট রিয়ান পরাগের। বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ নেন ৩ উইকেট।
অন্য ম্যাচে, নর্থ ইস্ট জোনকে মাত্র ১৩৬ রানেই অলআউট করে সাউথ জোন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখলেন পেসার বিদ্বথ কাবেরাপ্পা। ৯ ওভারে ৩টি মেডেন সহ মাত্র ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। বাঁ হাতি স্পিনার সাই কিশোর ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। মাত্র ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে জয় সাউথ জোনের। রোহন কুন্নুমল ৫৮ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৮টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি মেরেছেন।