কেপটাউন: এখনও মেলবোর্ন, বার্মিংহ্য়ামের ক্ষত তাজা ভারতীয় শিবিরে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার ফাইনালে উঠেছিল ভারত। বিশ্বকাপ শুরুর আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলে টিম ইন্ডিয়া। সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়েই চ্য়াম্পিয়ন হয়েছিল। বিশ্বকাপেও গ্রুপ পর্বে অজিদের হারিয়েছিল ভারত। কিন্তু ট্রফির ম্যাচে সব ওলটপালট হয়ে যায়। অস্ট্রেলিয়ার কাছে হার, আইসিসি ট্রফি অধরাই থাকে ভারতের। ২০২০’র পর ২০২২। বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসে সোনার ম্যাচে ফের অস্ট্রেলিয়ার কাছে হার। অথচ টুর্নামেন্টে অনবদ্য খেলেছিল ভারত। দুটো টুর্নামেন্টেই রানার্স হওয়ার অস্বস্তি। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের কাছে বদলার ম্যাচও। বিস্তারিত TV9Bangla-য়।
অস্ট্রেলিয়া শিবিরের মূল আতঙ্ক শেফালি ভার্মা। তিন বছর আগের শেফালি আর বর্তমানের মধ্যে বিস্তর ফারাক। সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। শেফালির নেতৃত্বেই চ্য়াম্পিয়ন। অজি পেসার মেগান শুট এবং শেফালির দ্বৈরথ বরাবরই উপভোগ্য়। এই ম্যাচেও শেফালি বনাম মেগানে নজর থাকবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্য়াটে যেমন জোড়া অস্বস্তির ম্য়াচ রয়েছে, তেমনই একটি স্মরণীয় ম্যাচও রয়েছে। ২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। বিধ্বংসী একটা ইনিংস খেলেছিলেন হরমনপ্রীত কৌর। এখনও যা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে প্রেরণা। পাঁচ বারের বিশ্ব চ্য়াম্পিয়নদের বিরুদ্ধে আরও একটা মহাকাব্য়িক ইনিংসের অপেক্ষা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন ছন্দে নেই হরমনপ্রীত। গত ম্যাচে আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে ব্য়াটিং অর্ডারে চারের পরিবর্তে তিনে নামেন। যদিও বড় রান পাননি। তবে বড় দলের বিরুদ্ধে হরমনপ্রীত বরাবরই জ্বলে ওঠেন। কমনওয়েলথ গেমস ফাইনালেও অজিদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন হরমনপ্রীত। মাত্র ৪৩ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্য়াপ্টেন। তিনি আউট হতেই ম্য়াচ থেকে ছিটকে যায় ভারত। আবারও সামনে অস্ট্রেলিয়া। ট্রফি জেতার জন্য় দুটি জয় প্রয়োজন ভারতের। হরমনপ্রীত এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। ভারতীয় ব্য়াটিংয়ে স্মৃতি মান্ধানা এবং মিডল অর্ডার ব্য়াটার রিচা ঘোষ অনবদ্য় ছন্দে রয়েছেন। তেমনই বোলিংয়ে পেসার রেণুকা সিংয়ের পারফরম্য়ান্স নজরকাড়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসুস্থতার কারণে রাধা যাদব খেলতে পারেননি। এই ম্যাচেও তাঁকে পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।