IPL 2022: ক্যাপ্টেন্সি ছাড়ার প্রশ্নে কনওয়েকে কি উত্তর দিয়েছিলেন ধোনি?

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 30, 2022 | 6:56 PM

এক ভিডিও বার্তায় কিউয়ি ওপেনার বলেন, 'ধোনির মতো মহান অধিনায়কের অধীনে খেলতে চেয়েছিলাম। ওর সঙ্গে কিছু কথাও হয়। ও ক্যাপ্টেন্সি ছাড়ার সময় ওকে জিজ্ঞাসা করি, তুমি কি আর একটা মরসুমও ক্যাপ্টেন্সি করবে না?'

IPL 2022: ক্যাপ্টেন্সি ছাড়ার প্রশ্নে কনওয়েকে কি উত্তর দিয়েছিলেন ধোনি?
মহেন্দ্র সিং ধোনি। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: চেন্নাই সুপার কিংস ((Chennai Super Kings)) আইপিএল নিলামে (IPL 2022) তাঁকে দলে নেওয়ার পরই স্বপ্ন দেখা শুরু করেছিলেন। ধোনির ক্যাপ্টেন্সিতে খেলবেন, এই স্বপ্নই দেখতেন তিনি। ডিভন কনওয়ে। নিউজিল্যান্ডের ক্রিকেটার অনেক আশা নিয়ে চেন্নাইতে এলেও নিরাশই হলেন। কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ শুরুর দু’দিন আগে নেতৃত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। সিএসকের ক্যাপ্টেন হন রবীন্দ্র জাডেজা। গত বারের আইপিএল চ্যাম্পিয়নদের এ বারের আইপিএল অভিযান অবশ্য ভালো হয়নি। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয় সিএসকে-কে। বৃহস্পতিবার লখনউয়ের বিরুদ্ধে নামছে চেন্নাই। ঘুরে দাঁড়ানোর লড়াই সিএসকের সামনে। নিউজিল্যান্ডের ডিভন কনওয়ে অবশ্য প্রথম ম্যাচে রান পাননি। চেন্নাইয়ের অফিসিয়াল টুইটার পেজে নিজের মন খারাপের কথা বলেন কনওয়ে।

 

এক ভিডিও বার্তায় কিউয়ি ওপেনার বলেন, ‘ধোনির মতো মহান অধিনায়কের অধীনে খেলতে চেয়েছিলাম। ওর সঙ্গে কিছু কথাও হয়। ও ক্যাপ্টেন্সি ছাড়ার সময় ওকে জিজ্ঞাসা করি, তুমি কি আর একটা মরসুমও ক্যাপ্টেন্সি করবে না? ধোনি উত্তর দেয়, না। তবে আমি সবসময় তোমাদের ঘিরেই থাকব।’

 

 

 

কনওয়ে আরও বলেন, ‘কয়েকদিন আগেই ধোনি আর জাডেজার সঙ্গে আড্ডা মারছিলাম। কত কিছু শেখার আছে মাহির কাছ থেকে। ওর সঙ্গে আলোচনা সব সময়ই বেশ ভালো হয়।’ আইপিএলের নিলামে ১ কোটি টাকা দিয়ে ডিভন কনওয়েকে নেয় চেন্নাই সুপার কিংস। নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারতে হয় ধোনিদের। তবে দল হারলেও ওই ম্যাচে বেশ ভালো পারফর্ম করেন সিএসকের প্রাক্তন অধিনায়ক। হাফসেঞ্চুরি করেন ধোনি। ৩ বছর পর আইপিএলের আসরে অর্ধশতরান করেন এমএস। ৩৮ বলে ৫০ রান করেন ধোনি।

 

 

আরও পড়ুন: IPL 2022: অজি তারকা মার্শকে নিয়ে স্বস্তিতে পন্থের দিল্লি

Next Article
RCB vs KKR, IPL 2022 Match 6 Result: বুধরাতে ৩ উইকেটে নাইটদের হারাল দু’প্লেসির আরসিবি
LSG vs CSK IPL 2022 Match Prediction: আজ রাহুলদের সামনে ধোনি-জাড্ডুদের চেন্নাই