Dhanashree Verma : পারফরম্যান্স নয়, মুখচোরা বলে গুরুত্ব নেই চাহালের! বিস্ফোরক ধনশ্রী

ওডিআই বিশ্বকাপের আগে সর্বশেষ বড় টুর্নামেন্ট এশিয়া কাপের ১৭ সদস্যের দলে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের। রোহিত, আগরকররা এর পিছনে যে যুক্তিই দিক, মন ভেঙে গিয়েছে ৩৩ বছরের লেগ স্পিনারের।

Dhanashree Verma : পারফরম্যান্স নয়, মুখচোরা বলে গুরুত্ব নেই চাহালের! বিস্ফোরক ধনশ্রী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 7:09 PM

কলকাতা : এশিয়া কাপে নেই যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)! রোহিত শর্মা ও অজিত আগরকর যখন এশিয়া কাপের (Asia Cup 2023) দল ঘোষণা করলেন অনেকেই বিশ্বাস করতে পারেননি। সেই ২০১৭ সাল থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য। আইসিসি টুর্নামেন্ট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ, টিম ম্যানেজমেন্টের ভরসার জায়গা চাহাল। অথচ ওডিআই বিশ্বকাপের আগে সর্বশেষ বড় টুর্নামেন্ট এশিয়া কাপের ১৭ সদস্যের দলে জায়গা হয়নি তাঁর। রোহিত, আগরকররা এর পিছনে যে যুক্তিই দিক, মন ভেঙে গিয়েছে ৩৩ বছরের লেগ স্পিনারের। এর প্রতিক্রিয়ায় একটি শব্দও খরচ করেননি। কারণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার অর্থ ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বোর্ডের নির্বাচকদের সমালোচনা করা। তাই মেঘে ঢাকা আকাশ আর সূর্যের ইমোজি দিয়ে মনের অবস্থা বোঝানোর চেষ্টা করেছেন। সমালোচনা খাড়া হবে এমন কোনও মন্তব্য করেননি। তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মার (Dhanasree Verma) অবশ্য সেই দায় নেই। এশিয়া কাপে স্বামীর নির্বাচন না হওয়ায় রেগে খাপ্পা হয়েছেন ধনশ্রী। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা অক্ষরে লেখা কথাগুলো কি রোহিত-রাহুল-আগরকরদের লক্ষ্য করে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

কী লিখেছেন ধনশ্রী? চাহাল-পত্নী তাঁর ইনস্টা স্টোরি প্রশ্ন করে লিখেছেন, “আমি এখন খুব গুরুত্ব সহকারে প্রশ্ন করা শুরু করেছি। আচ্ছা খুব নম্র এবং অন্তর্মুখী স্বভাবের মানুষ হওয়াটা কি কেরিয়ারের উন্নতির জন্য ক্ষতিকর? নাকি জীবনে উন্নতির জন্য আমাদের সকলকে বলিয়ে কইয়ে এবং স্ট্রিট স্মার্ট হতে হবে?” নেটিজেনদের অনুমান অন্তর্মুখী স্বভাবের চাহাল গুরুত্ব না পাওয়ায় এমন প্রশ্ন তুলেছেন তিনি। পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে ধনশ্রী মনে প্রাণে বিশ্বাস করেন, পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি যুজি। বরং বেশি বলিয়ে কইয়ে না হওয়ায়, সব কিছু মুখ বুজে মেনে নেওয়ার কারণেই এমন পরিস্থিতির মুখে পড়েছেন তিনি।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়া নিয়ে অনুরাগীদের পাশে পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। বোর্ডকে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অনুরাগীদের পাশে পেয়েছেন যুজি। সেইসব মানুষদের ধন্যবাদ জানিয়েছেন ধনশ্রী। সবশেষে লিখেছেন, “সবশেষে তুমি ও তোমার ঈশ্বর রয়েছেন। সৌভাগ্যের কথা যে এই বিশ্ব তোমার সঙ্গে রয়েছে। কৃজজ্ঞ। ঈশ্বরই সব।”