লাহোর: ক’দিন আগে তাঁর হৃদরোগে আক্রান্তের খবর ওয়াঘার এ পার-ও পারে ছড়িয়ে পড়েছিল। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। ব্যাটসম্যান ইনজামাম উল হক (Inzamam Ul Haq) আজও রয়েছেন অনেকের স্মৃতিতে। সেই পাক ক্রিকেটারই জানালেন, তাঁর হার্ট অ্যাটাক হয়নি। তিনি নিয়মমাফিক চেকআপের জন্য গিয়েছিলেন হাসপাতালে।
ইনজামামের কথায়, ‘বিভিন্ন খবরে দেখলাম, আমার নাকি হার্ট অ্যাটাক হয়েছিল। সেটা কিন্তু বাস্তব নয়। ডাক্তারের কাছে নিয়মমাফিক যেমন চেকআপ করাতে যাই, তেমনই গিয়েছিলাম। ডাক্তারই আমাকে বলেন, অ্যাঞ্জিওগ্রাফি করাতে। সেটার সময়ই ধরা পড়ে একটা আটারি ব্লক হয়ে গিয়েছে। ডাক্তার আর দেরি করেননি। দ্রুত স্টেন্ট বসান। যাতে আমার কোনও সমস্যা না হয়। ব্যাপারটা খুব সহজ। ১২ ঘণ্টা পরই আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছি।’
ইনজামামের পরিবারের তরফে বলা হয়েছিল, তাঁর নাকি শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছিল। যে কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে দেখে সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি করে বুকে স্টেন্ট বসান। পিসিবির চেয়ারম্যান রামিজ রাজাও টুইটারে লিখেছিলেন, ‘ইঞ্জি, তুমি ভালো আছ, বাড়ি ফিরে এসেছ শুনে খুব ভালো লাগল। বিশ্রাম নিয়ে নিজেকে সুস্থ করে তোলো।’
২০০৭ সালে ক্রিকেট থেকে অবসর নেন ইনজামাম। তার পর আফগানিস্তানের কোচ হিসেবে আবার ক্রিকেটে ফিরে আসেন তিনি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ছিলেন। তাঁর সময়েই পাকিস্তান ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। পরের দিকে টিমের ব্যর্থতার পর আর ইনজামাম ক্রিকেটের সঙ্গে সরাসরি জড়িয়ে নেই।
আরও পড়ুন: Indian Cricket: রোহিতই ক্যাপ্টেন হোন, ডেপুটি রাহুল কিংবা পন্থ, চাইছেন সানি