করাচি: ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ নয়, এ বার বলিউড সুপারস্টার ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে জড়িয়েছে পাকিস্তানের তরুণ তুর্কি নাসিম শাহর (Naseem Shah) নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তরুণ পাক পেসার নাসিমকে দেখা গিয়েছে এক সাংবাদিক বৈঠকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেখানেই তাঁকে ঊর্বশীকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে প্রথমে নাসিম হাসতে হাসতে বলেন যে, ‘আমি কিছু বললেই আপনারা ভাইরাল করে দেবেন।’ এরপরই তিনি বলেন, ‘তবে পাত্রী তৈরি থাকলে, আমিও বিয়ে করতে রাজি আছি।’ তা হলে এ বার কি ওয়াঘার ওপারেই সংসার পাততে চলেছেন ঊর্বশী? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
উল্লেখ্য, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটি এডিট করার সময় আসলে সাংবাদিকের এক প্রশ্নের সঙ্গে নাসিমের অন্য এক উত্তরকে মিশিয়ে দেওয়া হয়েছে। ফলে, ভিডিয়োটি দেখে মনে হতেই পারে যে, নাসিম আসলে ঊর্বশীকেই প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন। instantbollywood নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। অনেকেই সেই ভিডিয়োতে কমেন্ট কমেন্ট করেছেন, দু’টি প্রশ্ন-উত্তর জুড়ে দেওয়ার ব্যাপারে।
দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিয়ো —
যদিও এই প্রথম বার ঊর্বশীর সঙ্গে নাসিমের নাম জড়াল তেমনটা নয়। ২০২২ সালে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইতে গিয়েছিলেন ঊর্বশী। সেই ম্যাচের পর ঊর্বশী তাঁর এক ফ্যানের এডিট করা একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল ঊর্বশী গ্যালারিতে ম্যাচের সময় নানা অভিব্যক্তি প্রকাশ করছেন, একইসঙ্গে জুড়ে দেওয়া হয় নামিস শাহর ম্যাচে খেলার কিছু মুহূর্ত। পরবর্তীতে নাসিমকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি জানি না ঊর্বশী রাউতেলা কে।’
বছর বদলে যেতে ছবিটাও বদলে গিয়েছে। হয়তো বা নাসিম শাহ খোঁজও নিয়েছেন ঊর্বশী কে? চলতি বছরের ফেব্রুয়ারিতে, নাসিমকে তাঁর জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন ঊর্বশী। একইসঙ্গে নাসিম পাকিস্তান পুলিশের ডিএসপি পদে যোগ দেওয়ার জন্যও ঊর্বশী তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন।