VVS Laxman: ২৮১ রানের সেই অবিশ্বাস্য ইনিংসের আগে লক্ষ্মণ কী করেছিলেন জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 24, 2022 | 8:42 PM

লক্ষ্মণের ব্যাটে আসা মহাকাব্যিক ২৮১ রানের ইনিংসটা সকলের মনে রয়েছে। কিন্তু সেই অবিশ্বাস্য ইনিংসের আগে লক্ষণ কী করেছিলেন তা কি জানা আছে?

VVS Laxman: ২৮১ রানের সেই অবিশ্বাস্য ইনিংসের আগে লক্ষ্মণ কী করেছিলেন জানেন?
VVS Laxman: ২৮১ রানের সেই অবিশ্বাস্য ইনিংসের আগে লক্ষ্মণ কী করেছিলেন জানেন?

Follow Us

কলকাতা: “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর”… সাধারণ মানুষের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও নিজস্ব বিশ্বাসে বিশ্বাসী। বলা ভালো আপনার, আমার মতো জনপ্রিয় ক্রিকেটাররাও কুসংস্কার (Superstition) মানেন। সৌরভ-সচিন-রাহুল-সেওয়াগদের মতোই ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং বর্তমানে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণও (VVS Laxman) ২২ গজে নামার আগে এক খানা কুসংস্কার অবশ্যই মানতেন। লক্ষ্মণের ব্যাটে আসা মহাকাব্যিক ২৮১ রানের ইনিংসটা সকলের মনে রয়েছে। কিন্তু সেই অবিশ্বাস্য ইনিংসের আগে লক্ষণ কী করেছিলেন তা কি জানা আছে? এই গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ্মণের কুংসস্কার। আপনি কি জানেন কোন কুসংস্কারে বিশ্বাসী ছিলেন ভিভিএস লক্ষ্মণ?

বাইশ গজের গণ্ডিতে কোন কুসংস্কারে বিশ্বাসী ছিলেন ভিভিএস লক্ষ্মণ?

ব্যাটিং করতে নামার আগে সব সময় ড্রেসিংরুমের ওয়াশ রুমে স্নান করে মাঠে নামতেন ভিভিএস লক্ষ্মণ। শুধু তাই নয়, ব্যাট করতে নামার আগে তিনি নিয়ম করে প্রার্থনাও করতেন। লক্ষ্মণের এই স্বভাবের কারণে একাধিকবার চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর সময়কার অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ, লক্ষ্মণের ব্যাটিং করার সময় চলে এলেও কয়েকবার তিনি থাকতেন ওয়াশ রুমে। যার ফলে তড়িঘড়ি অন্য কাউকে লক্ষ্মণের জায়গায় নামতে হত।

স্নান করে ব্যাট করতে নামতেন ভিভিএস লক্ষ্মণ।

২৮১ রানের সেই অবিশ্বাস্য ইনিংসের আগে লক্ষ্মণ কী করেছিলেন জানেন?

কলকাতায় ২০০১ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৮১ রানের মহাকাব্যিক ইনিংস গড়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু সেই ম্যাচেও মাঠে নামার আগে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে স্নান করেছিলেন লক্ষ্মণ। ওই সিরিজের প্রথম টেস্টে ওয়াংখেড়েতে ১০ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে কলকাতা টেস্টে নেমেছিলেন সৌরভরা। সেই টেস্টে লক্ষ্মণের ২৮১ রানের বিধ্বংসী ইনিংস (দ্বিতীয় ইনিংসে) ভারতকে জিতিয়েছিল। প্রথম ইনিংসে ৫৯ রান করেছিলেন ভিভিএস। যার ফলে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি। ১৭১ রানে সেই ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। এরপর সিরিজের শেষ টেস্টে চেন্নাইতেও ২ উইকেটে জিতেছিল ভারত। ফলে ভারত সফরে এসে ২-১ ব্যবধানে সেই টেস্ট সিরিজে হেরেছিলেন স্টিভ ওয়ারা।

দেশের হয়ে ১৩৪টি টেস্টে ৮৭৮১ রান করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। পাশাপাশি দেশের জার্সিতে ৮৬টি একদিনের ম্যাচে ২৩৩৮ রান করেছিলেন লক্ষ্মণ।

 

Next Article