
নয়াদিল্লি : ব্যাট-বলের লড়াই। চার-ছক্কার ফুলঝুরি। ২২ গজের এই দৃশ্য দেখতেই তো স্টেডিয়াম ভরাতে যান ক্রিকেট (Cricket) প্রেমীরা। বিভিন্ন দেশের জাতীয় দলে যে ক্রিকেটাররা খেলেন, সকলেই যে আন্তর্জাতিক ক্রিকেটের ৩টি ফর্ম্যাটে খেলেন তেমনটা নয়। একইসঙ্গে তিনটি ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়া, ফর্ম ধরে রাখা অতটাও সহজ নয়। অনেক ক্রিকেটারকে দেখা যায় একটি ফর্ম্যাট থেকে অবসর নিয়ে বাকি ২ ফর্ম্যাটে খেলা চালিয়ে যান। যে কারণে ক্রিকেটের ৩ ফর্ম্যাটে সেঞ্চুরির রেকর্ড বেশি ক্রিকেটারের নেই। এ বছর রয়েছে এশিয়া কাপ। তারপর ওডিআই বিশ্বকাপ। ২টি ইভেন্টেই একাধিক ক্রিকেটার শতরান হাঁকানোর সুযোগ পাবেন। এ বারের বিশ্বকাপের আগে জেনে নিন ভারতের সেই ৫ ক্রিকেটারকে, যাঁরা আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফর্ম্যাটে সেঞ্চুরি করেছেন। টিম ইন্ডিয়ার (Team India) হয়ে তিনটি ফর্ম্যাটে শতরান করা প্রথম ক্রিকেটার কে জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সুরেশ রায়না, তিনি হলেন ভারতের প্রথম ক্রিকেটার, যিনি তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করেছিলেন। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান হাঁকানোর পর তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সুরেশ রায়না ছাড়া এই কীর্তি গড়া বাকি ৪ ভারতীয় ক্রিকেটার হলেন – রোহিত শর্মা, লোকেশ রাহুল, শুভমন গিল ও বিরাট কোহলি।
২০২২ সাল অবধি ভারতের হয়ে তিন ফর্ম্যাটে শতরান করা ক্রিকেটার ছিলেন ৩ জন। গত বছরের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে বিরাট কোহলি এই তালিকায় ঢুকে পড়েছিলেন। আর চলতি বছরে শুভমন গিল সব ফর্ম্যাটে সেঞ্চুরির রেকর্ড পূর্ণ করেছেন।
অন্যান্য দেশের যে ক্রিকেটাররা তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করেছেন, তাঁরা হলেন — ক্রিস গেইল , ব্রেন্ডন ম্যাকালাম, মাহেলা জয়াবর্ধন, তিলকরত্ন দিলশান, আহমেদ শাহজাদ, ফাফ ডু’প্লেসি, শেন ওয়াটসন, তামিম ইকবাল, গ্লেন ম্যাক্সওয়েল, কেভিন ও’ব্রায়েন, ডেভিড ওয়ার্নার, মহম্মদ রিজওয়ান, বাবর আজম, জস বাটলার এবং ডেভিড মালান।