Sourav Ganguly : রাহানে কেন সহ-অধিনায়ক? কিছুতেই মানতে পারছেন না সৌরভ

Ajinkya Rahane : দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করা ক্রিকেটারকে হুট করে সহ-অধিনায়ক করে দেওয়া কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।

Sourav Ganguly : রাহানে কেন সহ-অধিনায়ক? কিছুতেই মানতে পারছেন না সৌরভ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 8:00 AM

কলকাতা : ১৮ মাস পর জাতীয় দলের হয়ে খেলেছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজের গুরুত্ব ফের বুঝিয়েছেন। তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু ডাক পাননি, তাঁকে টেস্ট টিমে সহ-অধিনায়ক করে ক্যারিবিয়ান সফরে যাচ্ছে ভারতীয় দল। কামব্যাকের পর মাত্র একটা ম্যাচ খেলেই ৩৫ বছরের ক্রিকেটারকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করেছে শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত অবাক করেছে সৌরভকে (Sourav Ganguly)। দলে রবীন্দ্র জাডেজার মতো সিনিয়র থাকতে কেন রাহানে? হজম হচ্ছে না সৌরভের। দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করা ক্রিকেটারকে হুট করে সহ-অধিনায়ক করে দেওয়া কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চাঁচাছোলা ভাষায় সৌরভ বলেছেন, “একজন ১৮ মাস ধরে দলের বাইরে ছিল। এরপর কামব্যাক করে একটা টেস্ট খেলেই সহ-অধিনায়ক হয়ে গেলেন! দলে রবীন্দ্র জাডেজা রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে টেস্ট টিমের নিয়মিত সদস্য। আমার মতে, সহ-অধিনায়ক হওয়ার যোগ্য রবীন্দ্র জাডেজা।” তিনি আরও বলেন, “১৮ মাস পর কামব্যাক করেই সহ-অধিনায়ক করে দেওয়াটা ঠিক বোধগম্য হল না। নির্বাচনে ধারাবাহিকতা থাকা উচিত। ভালো বা খারাপ সময় দেখে নির্বাচন করা উচিত নয়।”

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়ার সিদ্ধান্তও অনেককে অবাক করেছে। সৌরভ বলেছেন, “পূজারাকে নিয়ে নির্বাচকরা কী চান তা স্পষ্ট করে দেওয়া উচিত। পূজারার মতো সিনিয়রকে একবার বাদ দিয়ে পরেরবার বেছে নেওয়া যায় না। অজিঙ্ক রাহানের ক্ষেত্রেও একই জিনিস বলব।” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রত্যাশা পূরণ করতে পারেননি চেতেশ্বর পূজারা। দুই ইনিংসে পুরোপুরি ফ্লপ তিনি। পাশাপাশি তাঁর আউটের ধরণও সমালোচনার জন্ম দিয়েছিল। এদিকে ১৮ মাস পর দলে কামব্যাকের সুযোগ পুরোমাত্রায় কাজে লাগান অজিঙ্ক রাহানে। দুই ইনিংসে তাঁর ব্যাটে আসে ৮৯ ও ৪৬ রান।