মুম্বই: রোহিত শর্মা ভারতের অধিনায়ক হিসেবে মুম্বইয়ে ১০১তম ম্যাচ খেলতে নেমেছিলেন। মাত্র ৪ রান করেই তাঁকে প্যাভিলয়নে ফিরতে হয়। ভারতের ইনিংসের দ্বিতীয় বলেই রোহিতের স্টাম্প ছিটকে দেন দিলশান মধুশঙ্কা (Dilshan Madushanka)। কে জানত এই মধুশঙ্কা আজ মেন ইন ব্লুর বড় ‘শঙ্কা’ হয়ে দাঁড়াবেন! বিশ্বকাপে (ICC World Cup) এই নিয়ে সপ্তম ম্যাচ খেলতে নেমেছে ভারত। হাফডজন জয়ের পর ভারতের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। আজ ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পাবে ভারত। টানা ৬ জয়ের ফলে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে লঙ্কানদের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে ভারত। মেন ইন ব্লুর বিরুদ্ধে অবশ্য ১-২টি নয়, ৫টি উইকেট তুলে নেন দিলশান মধুশঙ্কা। চলতি বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়া প্রথম শ্রীলঙ্কান বোলার হয়েছেন মধুশঙ্কা। একইসঙ্গে চতুর্থ লঙ্কান বোলার হিসেবে ওডিআই বিশ্বকাপে ফাইফার নেওয়ার নজির গড়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শ্রীলঙ্কার হয়ে ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা শেষ বার ৫ উইকেট নিয়েছিলেন। ১২ বছর পর একদিনের বিশ্বকাপের মঞ্চে ফাইফার নিলেন দিলশান মধুশঙ্কা। তিনি যোগ দিলেন এক এলিট লিস্টে। তাঁর আগে বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছেন অশান্ত ডি মেল, চামিন্ডা ভাস ও লাসিথ মালিঙ্গা।
Dilshan Madushanka shone at all stages of the game to garner five Indian wickets
👊@mastercardindia Milestones 🏏#CWC23 | #INDvSL pic.twitter.com/O2QrDer9dU— ICC (@ICC) November 2, 2023
ওয়াংখেড়েতে দিলশান মধুশঙ্কার প্রথম শিকার ছিলেন রোহিত শর্মা। এরপর এক এক করে ভারতের বড় বড় উইকেট তুলে নেন মধুশঙ্কা। সেঞ্চুরির পথে এগোনো শুভমন গিল ছিল মধুশঙ্কার দ্বিতীয় শিকার। মাত্র ৮ রানের জন্য শতরান মিস করেন গিল। ওয়াংখেড়ের গ্যালারি এবং কোহলির ভক্তরা তাঁর ৪৯তম ওডিআই শতরানের অপেক্ষায় ছিলেন। তাতে জল ঢেলে দেন মধুশঙ্কা। ৩২তম ওভারে তিনি বিরাট কোহলির উইকেট তুলে নেন। ৮৮ রান করেন তিনি।
দুই ওপেনার ও বিরাটের উইকেট নিয়ে শান্ত থাকেননি মধুশঙ্কা। ৪২তম ওভারে তিনি তুলে নেন সূর্যকুমার যাদবের (১২) উইকেট। এরপর ৪৮তম ওভারে শ্রেয়স আইয়ারকে ফিরিয়ে চলতি বিশ্বকাপে লঙ্কানদের হয়ে প্রথম ফাইফার নওয়ার নজির গড়ে ফেলেন মধুশঙ্কা। ৮২ রানের ইনিংস উপহার দিয়ে ফেরেন শ্রেয়স। মোট ১০ ওভার বোলিং করে ৮০ রান দিয়েছেন মধুশঙ্কা। নিয়েছেন ৫ উইকেট।