Virat Kohli: বিরাটের সঙ্গে একমাত্র জোকারের তুলনা হতে পারে, কে বলছেন এমন কথা?

এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন, ঘরের মাঠে বিশ্বকাপের (World Cup 2023) জন্য স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন ভিকে। কেরিয়ারে ১৩ হাজার ওয়ান ডে রানের মাইলফলক পেরিয়ে গিয়েছেন। ৪৭তম ওয়ান ডে সেঞ্চুরিও করে ফেলেছেন। সামনে শুধু সচিন তেন্ডুলকরের ৪৯টা ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড।

Virat Kohli: বিরাটের সঙ্গে একমাত্র জোকারের তুলনা হতে পারে, কে বলছেন এমন কথা?
বিরাটের সঙ্গে একমাত্র জোকারের তুলনা হতে পারে, কে বলছেন এমন কথা?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 13, 2023 | 7:00 AM

নয়াদিল্লি: কোহলি-কোহলি চিৎকারটা আবার ফিরে এসেছে ভারতীয় ক্রিকেটে। এই চিৎকার শুনতেই অভ্যস্ত ছিল গ্যালারি মাঝে তিনটে বছর সেঞ্চুরি পাননি। যা নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি বিরাট কোহলিকে (Virat Kohli)। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন আবার। এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন, ঘরের মাঠে বিশ্বকাপের (World Cup 2023) জন্য স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন ভিকে। কেরিয়ারে ১৩ হাজার ওয়ান ডে রানের মাইলফলক পেরিয়ে গিয়েছেন। ৪৭তম ওয়ান ডে সেঞ্চুরিও করে ফেলেছেন। সামনে শুধু সচিন তেন্ডুলকরের ৪৯টা ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে চমৎকার শুরু করলেও দ্রুত ফিরতে হল তাঁকে। তাও বিশেষজ্ঞমহলের বিশ্বাস, দ্রুত সচিনের রেকর্ড ভেঙে দেবেন তিনি। এ হেন বিরাট কোহলির সঙ্গে একমাত্র তুলনা চলতে পারে নোভাক জকোভিচের। কেন? TV9Bangla Sports এ বিস্তারিত।

কেন জোকারের সঙ্গে তুলনা বিরাটের? সদ্য ইউএস ওপেন জিতে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতেছেন জকোভিচ। মার্গারেট কোর্টের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। সার্বিয়ান টেনিস তারকা দ্রুত হয়তো টপকে যাবেন মার্গারেটকে। বিরাটও তেমনই স্বপ্ন দেখাচ্ছেন। দীনেশ কার্তিকের মতো বিশেষজ্ঞ ক্রিকেটার বলে দিচ্ছেন, ‘মাত্র ২৬৭ ইনিংসে ৪৭টা ওয়ান ডে সেঞ্চুরি বিশ্বাস করা কঠিন। নোভাক জকোভিচের সঙ্গে বিরাটের তুলনা করা যেতে পারে। জোকার যখন টেনিস খেলতে শুরু করেছিল, তখন রজার ফেডেরার, রাফায়েল নাদালরা সাফল্যের আকাশে ছিল। বিরাটের ক্ষেত্রেও তাই। ২৬৭ ইনিংসে ও যা করেছে, ক্রিকেটের গ্রেট প্লেয়ারদের কাছে পৌঁছে গিয়েছে।’

সচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙলেও রানের রেকর্ড ভাঙতে পারবেন কিনা, কার্তিকের সন্দেহ আছে। টি-টোয়েন্টি ক্রিকেট বেশি খেলতে হয় বলে এই সমস্যা হবে তাঁর। কার্তিক বলছেন, ‘২৬৭ ইনিংসে ১৩ হাজার রান করা কিন্তু বিরাট একটা ব্যাপার। সচিনের থেকেও দ্রুত এই রানটা করেছে। কিন্তু মোট রানের রেকর্ড হয়তো ভাঙতে পারবে না, কারণ প্রচুর ক্রিকেট খেলতে হয় ওকে। তা সত্ত্বেও কিন্তু ও যে অভাবনীয় ক্রিকেটার, সেটা অস্বীকার করা যাবে না।’

গত প্রজন্মে যেমন ছিলেন সচিন, এই প্রজন্মে বিরাট। সচিনের রেখে যাওয়া রেকর্ড একে একে ভেঙে দেবেন বিরাট, বিশ্বাস ক্রিকেট দুনিয়ার।