IPL 2023 : শরীর খারাপ নিয়ে MI এর বিরুদ্ধে ক্যামিও ইনিংস, মাঠেই বমি কার্তিকের ; কী হয়েছে তাঁর?

Dinesh Karthik Health Update : আরসিবির (RCB) তারকা উইকেট-কিপার ব্যাটার দীনেশ কার্তিক মঙ্গলবার আইপিএলের (IPL 2023) ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আউট হওয়ার পর মাঠের মধ্যেই প্রায় বমি করে ফেলেন। আরসিবি কোচ সঞ্জয় ব্যাঙ্গার তাঁর হেলথ আপডেট দিয়েছেন।

IPL 2023 : শরীর খারাপ নিয়ে MI এর বিরুদ্ধে ক্যামিও ইনিংস, মাঠেই বমি কার্তিকের ; কী হয়েছে তাঁর?
শরীর খারাপ নিয়ে MI এর বিরুদ্ধে ক্যামিও ইনিংস, মাঠেই বমি কার্তিকের ; কী হয়েছে তাঁর?Image Credit source: IPL Website

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 10, 2023 | 4:14 PM

মুম্বই : চলতি আইপিএলে (IPL 2023) একটার পর একটা রোমাঞ্চকর ম্যাচ দেখতে পাওয়া যাচ্ছে। প্রচণ্ড গরম উপেক্ষা করেই গ্যালারি ভরাতে আসছেন প্রচুর দর্শক। ওয়াংখেড়েতে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স নেমেছিল আরসিবির বিরুদ্ধে বদলা নিতে। এই বদলার ম্যাচে জ্বলে উঠেছিল সূর্যকুমার যাদবের ব্যাট। টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল মুম্বই। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে আরসিবি। মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ১৮ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে যান আরসিবির (RCB) তারকা উইকেট-কিপার ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ৩৭ বছরের কার্তিককে দেখা যায় আউট হওয়ার পরই পিচ থেকে সরে যাওয়ার সময় মাথা নিচু করে কাশছিলেন দেখা যায়। ওই সময় তিনি মাঠের মধ্যে প্রায় বমি করেও ফেলেন। ঠিক কী হয়েছে কার্তিকের? ম্যাচের শেষে জানিয়েছেন আরসিবির কোচ সঞ্জয় বাঙ্গার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ম্যাচের শেষে আরসিবির প্রধান কোচ তথা প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় বাঙ্গার জানান, কার্তিকের শরীর ভালো না থাকার পরও তিনি ব্যাট করতে নেমেছিলেন। তিনি জানান, কার্তিক ব্যাটিং করতে করতে বেশ অসুস্থ বোধ করছিলেন। এরপর আউট হয়ে ডাগআউটে ফিরে এসে বমি করেন ডিকে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সঞ্জয় বলেন, ‘ইনিংস চলাকালীনই অসুস্থ বোধ করতে শুরু করে দীনেশ। সামান্য ডিহাইড্রেশন হয়েছে, আউট হওয়ার পর বমিও করেছে। আমাদের পরবর্তী ম্যাচ হতে ৩-৪ দিনের ব্যবধান রয়েছে, আশা করা যায় ও ওষুধ নিয়ে ততদিনে সুস্থ হয়ে উঠবে।’

একইসঙ্গে বাঙ্গার আরও জানান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেন দীনেশ কার্তিক। বর্তমান লিগ টেবলের যা পরিস্থিতি এবং আরসিবির যা পারফরম্যান্স তাতে যদি এই দলটাকে প্লে-অফে নিয়ে যেতে হয়, তা হলে কার্তিকের একটা বড়সড় ভূমিকা থাকবেই।

প্রসঙ্গত, মুম্বই বনাম আরসিবি ম্যাচে ৬ উইকেটে জিতেছে রোহিতের দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রানে শেষ করে আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার যাদবের ৩৫ বলে ৮৩ রানের ইনিংস এবং নেহাল ওয়াধেরার সঙ্গে তাঁর ১৪০ রানের পার্টনারশিপের সুবাদে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।