Shubman Gill: ‘শুভমনের পাশে থাকুন…’, তরুণ তুর্কিকে ভরসা দিতে বলছেন দীনেশ কার্তিক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 22, 2023 | 8:30 AM

Dinesh Karthik: ক্যারিবিয়ান সফরে ছন্দে নেই টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিল। ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক তাঁর পাশে দাঁড়ালেন।

Shubman Gill: শুভমনের পাশে থাকুন..., তরুণ তুর্কিকে ভরসা দিতে বলছেন দীনেশ কার্তিক
Shubman Gill: 'শুভমনের পাশে থাকুন...', তরুণ তুর্কিকে ভরসা দিতে বলছেন দীনেশ কার্তিক
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছিল তাঁকে। ওই তরুণ তুর্কি নিজের পারফরম্যান্সেই তা প্রমাণও করছিলেন। কিন্তু হঠাৎ করেই ফের অফ ফর্মে শুভমন গিল (Shubman Gill)। দেশের মাটিতে অসাধারণ ব্যাটিং করা গিল কেন এশিয়ার বাইরে জাদু দেখাতে পারছেন না? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। চলতি বছরে জাতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করেছেন গিল। কিন্তু ভারতের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour of West Indies) দুই টেস্টেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন গিল। যার জন্য সমালোচিত হচ্ছেন বছর তেইশের শুভমন। এই পরিস্থিতিতে ভারতের সিনিয়র উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik) সকলকে শুভমনের পাশে থাকতে বলেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি এক ক্রীড়া ওয়েবসাইটকে দীনেশ কার্তিক বলেছেন, তিনি মনে করেন শুভমন গিল ক্রিকেটে বেশ ছাপ রাখতে চলেছে। এই নিয়ে তিনি বলেন, ‘আমি নিশ্চিত শুভমন গিলের ভবিষ্যৎ উজ্জ্বল। সেরা ক্রিকেটারদের একজন হয়ে উঠবে ও। ওর পাশে থাকুন। ধৈর্য রাখুন।’ ডিকে আরও জানান, তিনি আইপিএলে কেকেআরে খেলার সময় শুভমনকে দেখেছিলেন। তিনি তখন যেমন ছিলেন, এখন আর তেমন নেই। কার্তিকের কথায় শুভমনের অনেক পরিবর্তন হয়েছে।

কথায় বলে ‘সবুরে মেওয়া ফলে’… সে কথাই উল্লেখ করে কার্তিক বলেন, ‘শুভমনকে সময় দিন। ওর কৌশলগত পরিবর্তন বা মানসিক প্রস্তুতির আলাদা করে প্রয়োজন নেই। শুভমন ছাপ ফেলবেই।’ চলতি ক্যারিবিয়াব সফরে দুই টেস্টে এখনও অবধি ১৬ রান করেছেন শুভমন গিল। এতে খুব চিন্তার কিছু মনে করছেন না কার্তিক। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে মাত্র ২টো টেস্ট হয়েছে। যেখানে অন্যরা রান করেছে আর ও রান পায়নি। এমনটা হতেই পারে। ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় অনেকে বড় রান করে। আবার অনেকে রান পায় না। ও কিন্তু বড় ম্যাচের প্লেয়ার। আমি মনে করি ওর হাতে এখনও অনেক সময় রয়েছে। আমি বিশ্বাস করি ও এক সেরা ক্রিকেটার হয়ে উঠবে।’

Next Article