নয়াদিল্লি: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে এ বছরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ভারত (India)। শেই হোপদের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর জয় দিয়ে ওডিআই সিরিজ শুরু করে দিল মেন ইন ব্লু। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন থেকে ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup) জন্য সকল ক্রিকেটারদের পরখ করে নিচ্ছে। এরই মাঝে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা এ বারের ক্রিকেট বিশ্বকাপে তাঁদের প্রিয় দল কোনটি, একাদশে থাকার মতো ক্রিকেটারদের বেছে নিচ্ছেন। ভারতের এক সিনিয়র তারকা ক্রিকেটার মনে করেন, টিম ইন্ডিয়ার ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে অবশ্যই সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) রাখা উচিত। কে বলছেন এমন কথা? আর কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতের উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক মনে করেন, এ বারের ওডিআই বিশ্বকাপে অবশ্যই সূর্যকুমারকে দলে রাখা উচিত। তিনি মনে করেন, একাদশে চতুর্থ নম্বরে সূর্যকে ভাবা যেতে পারে। ডিকের মতে, ঘরের মাঠে প্রতিপক্ষকে মাত করে দেওয়ার ক্ষমতা রাখেন সূর্য। কার্তিক বলেন, ‘ও বিশ্বমানের ক্রিকেটার। কিন্তু সেই অর্থে ওডিআই ক্রিকেটে ছাপ ফেলতে পারেনি। এর আগে শেষ বার যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলেছিল, ভালো পারফর্ম করতে পারেনি। তিন বার শূন্যে আউট হয়েছিল। কিন্তু আইপিএলে দেখিয়েছে ও কী করতে পারে। ও টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। আমার মনে হয়, ওকে রেখেই ওডিআই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা উচিত।’
পাশাপাশি কার্তিক মনে করেন দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপে এ বার যুজবেন্দ্র চাহালের একটা বিরাট ভূমিকা থাকবে। একজন লেগ স্পিনার দেশের মাঠে প্রতিপক্ষদের চাপে ফেলার জন্য যথেষ্ট। এই নিয়ে তিনি বলেন, ‘চাহাল যে খুব বেশি ম্যাচে খেলেছে তেমনটা মনে পড়ছে না। ওর সঙ্গে কুলদীপ যাদবের একটা লড়াই চলছে। দলে জায়গা পাওয়ার জন্য। এই দুই স্পিনারই গুরুত্বপূর্ণ।’