Asia Cup 2023 and ODI World Cup : বিনামূল্যে দেখতে পাবেন এশিয়া কাপ ও বিশ্বকাপ, ঘোষণা হটস্টারের

ডিজনি প্লাস হটস্টারের তরফে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। তবে শুধুমাত্র মোবাইল অ্যাপ থেকে।

Asia Cup 2023 and ODI World Cup : বিনামূল্যে দেখতে পাবেন এশিয়া কাপ ও বিশ্বকাপ, ঘোষণা হটস্টারের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 11:16 AM

কলকাতা : এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য দল ঘোষণা হয়েছে গতকালই। ১৭ সদস্যের এই স্কোয়াডকে ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) জন্য ভারতের অস্থায়ী টিম হিসেবে অনায়াসে বিবেচনা করা যায়। ক্যাপ্টেন রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকর মিলে এশিয় কাপের স্কোয়াড ঘোষণার দিনই সুখবর পেল ভারতীয় ক্রিকেট ফ্যানরা। এদিনই ডিজনি প্লাস হটস্টারের তরফে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। তবে শুধুমাত্র মোবাইল অ্যাপ থেকে। ২০২৩ সালের আইপিএল এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ বিনামূল্যে ভারতীয় দর্শকদের জন্য সম্প্রচার করেছিল জিও সিনেমা। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জিও সিনেমার দাপটে ডিজনি প্লাস হটস্টার ২ কোটি সাবস্ক্রাইবার খুইয়ে ফেলে। মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের ফেরাতে ডিজনি প্লাস হটস্টারও ফিরল ‘ফ্রি’-র টোটকা নিয়ে। পে ওয়াল সরিয়ে নিয়ে মোবাইলে হটস্টার ব্যবহারকারী ভারতীয় দর্শকদের বিনামূল্যে এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে অনলাইন স্ট্রিমিং সংস্থাটি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিনামূল্য়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ সম্প্রচার করলে ভারতে ৫৪০ মিলিয়নের বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে হটস্টার। এমনটাই অনুমান কোম্পানিটির। ভারতে যে কয়েকটি অনলাইন স্ট্রিমিং কোম্পানি রয়েছে তাদের মধ্য়ে উপরের দিকেই থাকবে হটস্টার। দেশের কোনায় কোনায় ক্রিকেটকে ছড়িয়ে দিয়ে নয়া উদ্যোগ তাদের। টাকা পয়সা খরচ না করেই মোবাইলে যে কোনও জায়গা থেকে ক্রিকেট ম্যাচ দেখার সুবিধে হটস্টারকেও ঘরে ঘরে পৌঁছে দেবে। এই প্ল্যাটফর্ম অতীতে ২০২২ সালের এশিয়া কাপ, এরপর টি ২০ বিশ্বকাপ-সহ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সম্প্রচারের স্বস্ত্ব পেয়েছিল। এরপর প্রতিযোগিতায় ঢুকে পড়ে হটস্টারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় জিও সিনেমা।

ডিজনি প্লাস হটস্টার যে বিনামূল্যে এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ সম্প্রচার করবে এ খবর আগেই শোনা গিয়েছিল। সোমবার এশিয়া কাপের দল ঘোষণার দিন আরও সংস্থার পক্ষ থেকে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে।