IND vs AUS: সিরাজকে বিদ্রুপ, অস্ট্রেলিয়া সমর্থকদের উপর ক্ষুব্ধ কিংবদন্তি

Dec 15, 2024 | 9:55 AM

India vs Australia 3rd Test: ট্রাভিস হেডকে ফিরিয়ে ডাগআউটের রাস্তা দেখিয়েছিলেন সিরাজ। হেডও মাথা গরম করেন। আইসিসি দু-জনকেই শাস্তি দিয়েছে। সিরাজকে তুলনামূলক বেশি। অজি গ্যালারি যেন তারও উপরে! আর এতেই ক্ষুব্ধ কিংবদন্তি সুনীল গাভাসকর।

IND vs AUS: সিরাজকে বিদ্রুপ, অস্ট্রেলিয়া সমর্থকদের উপর ক্ষুব্ধ কিংবদন্তি
Image Credit source: PTI

Follow Us

অস্ট্রেলিয়ার গ্যালারি কখনও খুব ভালো। কিন্তু বেশির ভাগ সময়ই টুয়েলভথ ম্যান। অনেক ক্ষেত্রেই পুরনোর ঘটনার রেশ টেনে বাড়াবাড়ি পর্যায়েও চলে যায়। মহম্মদ সিরাজের ক্ষেত্রে যেন তাই। অ্যাডিলেড টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে বেশ কয়েক বার লেগেছে সিরাজের। খেলা চলাকালীন এমন স্লেজিং অপ্রত্যাশিত নয়। গোলাপি টেস্টে ট্রাভিস হেডকে ফিরিয়ে ডাগআউটের রাস্তা দেখিয়েছিলেন সিরাজ। হেডও মাথা গরম করেন। আইসিসি দু-জনকেই শাস্তি দিয়েছে। সিরাজকে তুলনামূলক বেশি। অজি গ্যালারি যেন তারও উপরে! আর এতেই ক্ষুব্ধ কিংবদন্তি সুনীল গাভাসকর।

ব্রিসবেন টেস্টের প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। দিনের খেলার শুরু থেকেই গ্যালারি থেকে বিদ্রুপ করা হয় সিরাজকে। অ্যাডিলেডের রেশ যে ব্রিসবেনেও বয়ে বেড়ানো হচ্ছে, এ বিষয়ে সন্দেহ নেই। সমর্থকদের এই আচরণে ক্ষুব্ধ সুনীল গাভাসকর। স্লেজিং করলে, সেটা নেওয়ার ক্ষমতাও থাকতে হয়। খেলার মাঠে যেমন এটা প্রযোজ্য, গ্যালারির ক্ষেত্রেও কি নয়? সিরাজের সেই ঘটনা যদি অস্ট্রেলিয়ার কেউ করতেন, তা হলেও কি গ্যালারি বিদ্রুপ করত?

সিডনি মর্নিং হেরাল্ডে সানি বলেছেন, ‘সিরাজ যেন অস্ট্রেলিয়া সমর্থকদের কাছে সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। মাঠে সিরাজ যা করেছে সেই আচরণ হয়তো মেনে নেওয়াটা কঠিন। ট্রাভিস হেডকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিল সিরাজ।’ এরপরই তার প্রশ্ন, ‘ঠিক একই কাজ যদি কোনও অজি বোলার করত, গ্যালারি হয়তো সেটার প্রশংসাতে মেতে উঠত।’

এই খবরটিও পড়ুন

সিরাজ ও হেডের ঘটনায় কিছুটা অবাকও হয়েছেন সানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে এখন অনেক ক্রিকেটারের মধ্যেই একটা দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়ে থাকে। দেশের হয়ে খেলার সময় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেটা সেই মুহূর্তের জন্যই সীমিত থাকে। গ্যালারি কেন সেই ঘটনার রেশ ধরে রাখবে!

Next Article