IPL 2021: ডু অর ডাই ম্যাচে মর্গ্যানদের অগ্নিপরীক্ষা

প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল থেকে ছিটকে গিয়েছে। ১১ ম্যাচে উইলিয়ামসনদের ঝুলিতে ৪ পয়েন্ট। ওয়ার্নার নেই। তাঁর পরিবর্তে জেসন রয় প্রথম ম্যাচে ক্লিক করলেও দ্বিতীয় ম্যাচে রান পাননি। তবু প্রতিপক্ষকে হালকা চোখে দেখতে নারাজ নাইট শিবির। কারণ রাশিদ খান, জেসন হোল্ডাররা যে কোনও সময় ফ্যাক্টর হয়ে যেতে পারেন।

IPL 2021: ডু অর ডাই ম্যাচে মর্গ্যানদের অগ্নিপরীক্ষা
কলকাতা বনাম সানরাইজার্স হায়দরাবাদ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2021 | 10:18 AM

দুবাই: খাতায় কলমে প্লে অফের ওঠার আশা এখনও রয়েছে। পঞ্জাবের (Punjab Kings) কাছে শেষ মুহূর্তে হার দলের মনোবল ভেঙে দিয়েছে। আর ২টো ম্যাচ বাকি। সেই ২টো ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আজ রাতে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।

শুধু ম্যাচ জিতলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। ক্যাপ্টেন মর্গ্যানের চূড়ান্ত অফ ফর্ম ভোগাচ্ছে নাইটদের। রাহুলদের বিরুদ্ধে জঘন্য ফিল্ডিং না হলে ম্যাচটা জিতেই ছাড়তে পারত শাহরুখের দল। এই নাইট শিবির এখন একজনের উপরেই ভরসা করে আছে। তিনি ভেঙ্কটেশ আইয়ার। তিনিই ওপেনিং করছেন। আবার তিনিই বল হাতে শেষ ওভার করছে। ১২ ম্যাচে কেকেআরের ঝুলিতে ১৪ পয়েন্ট। নেট রান রেট +০.৩০২। শেষ ম্যাচ অবধি আশা বাঁচিয়ে রাখতে হলে আজ রাতের ম্যাচটা জিততেই হবে কেকেআরকে। অল আউট ঝাঁপাতে মরিয়া মর্গ্যানরাও। রাসেলের চোটই চিন্তায় ফেলে দিয়েছে নাইট টিম ম্যানেজমেন্টকে। চেন্নাইয়ের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ক্যারিবিয়ান কিং। দিল্লির বিরুদ্ধে তাঁর অভাব বোঝা না গেলেও পঞ্জাবের বিরুদ্ধে তাঁর অভাব স্পষ্ট টের পেয়েছে নাইট শিবির। রাসেল না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। সেটা স্বীকারও করেছেন দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। পঞ্চম বোলার এবং স্লগ ওভারে মারকাটারি ব্যাটিংয়ের জন্য রাসেলের বিকল্প কেউ নেই। ম্যাচের আগে পর্যন্ত মরিয়া চেষ্টা চালানো হচ্ছে রাসেলকে পাওয়ার জন্য।

প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল থেকে ছিটকে গিয়েছে। ১১ ম্যাচে উইলিয়ামসনদের ঝুলিতে ৪ পয়েন্ট। ওয়ার্নার নেই। তাঁর পরিবর্তে জেসন রয় প্রথম ম্যাচে ক্লিক করলেও দ্বিতীয় ম্যাচে রান পাননি। তবু প্রতিপক্ষকে হালকা চোখে দেখতে নারাজ নাইট শিবির। কারণ রাশিদ খান, জেসন হোল্ডাররা যে কোনও সময় ফ্যাক্টর হয়ে যেতে পারেন।

কেকেআরকে শুধু জিতলেই চলবে না। রান রেটও বাড়িয়ে রাখতে হবে। আর সেই লক্ষ্যেই আজ সন্ধ্যায় দুবাইয়ের গজে নামতে চলেছেন মর্গ্যান-নারিনরা। ম্যাচে নামার আগে বাদশার বার্তাও পৌঁছে গিয়েছে নাইট শিবিরে। ডু অর ডাই ম্যাচে অগ্নিপরীক্ষার সামনে কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন: IPL 2021 KKR vs SRH Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ

আরও পড়ুন: IPL 2021: নতুন জার্সিতে রোহিতদের বিরুদ্ধে মাঠে ঋষভরা, কারণ জানেন?