Sourav Ganguly: মহারাজের ওমিক্রন রিপোর্টের দিকে তাকিয়ে চিকিত্সকেরা
হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, সৌরভের রক্তে অক্সিজেনের (Oxygen) মাত্রা স্বাভাবিক আছে। অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ। রাতে এবং সকালে স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন। কাশি না থাকলেও হালকা সর্দি রয়েছে। সর্দি থাকায় মাঝে মধ্যে স্টিম দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিত্সকরা।
কলকাতা: ভালো আছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। করোনা সংক্রমিত হয়ে গত সোমবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহারাজ। তবে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। নতুন করে আর জ্বর আসেনি। গতকাল রাতেও ভালো ঘুম হয়েছে তাঁর।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, সৌরভের রক্তে অক্সিজেনের (Oxygen) মাত্রা স্বাভাবিক আছে। অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ। রাতে এবং সকালে স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন। কাশি না থাকলেও হালকা সর্দি রয়েছে। সর্দি থাকায় মাঝে মধ্যে স্টিম দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিত্সকরা।
সোমবার রাত থেকেই সৌরভের মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি শুরু হয়েছে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। আগামিকাল সন্ধের পর বা শুক্রবার সকালে সেই রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট দেখেই বোঝা যাবে বোর্ড সভাপতির ওমিক্রন হয়েছে কিনা। এ দিকে আজ সকালেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি স্যানিটাইজেশন করা হয়। কলকাতা পুরসভার কর্মীরা সৌরভের বেহালার বাড়ি ও তাঁর অফিস জীবাণুমুক্ত করেন।
আরও পড়ুন: Sourav Ganguly: কোহলিদের ম্যাচের দিকেই সর্বক্ষণ নজর রাখলেন মহারাজ