Bengal vs Goa: দ্বিতীয় সেরা হওয়ার লক্ষ্যে ঝাঁপাচ্ছে বঙ্গব্রিগেড!

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 04, 2023 | 7:45 PM

Vijay Hazare Trophy: সাদা বলের ক্রিকেটে ভালো ফল করতে এখন বিজয় হাজারেই ভরসা আকাশদীপদের। মনদীপ সিং, সিদ্ধার্থ কৌল, প্রভসিমরন সিং, হরপ্রীত ব্রার, নেহাল ওয়াধেরা, অভিষেক শর্মাদের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। তবে বিজয় হাজারেতে দুরন্ত ফর্মে থাকা বাংলা শিবির সে সব নিয়ে ভাবতে নারাজ। বরং নিজেদের শক্তির দিকেই তারা তাকাচ্ছে। মূলত বোলারদের উপর বাড়তি ভরসা রাখছে থিঙ্ক ট্যাঙ্ক।

Bengal vs Goa: দ্বিতীয় সেরা হওয়ার লক্ষ্যে ঝাঁপাচ্ছে বঙ্গব্রিগেড!
Image Credit source: X

Follow Us

কলকাতা: গ্রুপ পর্বে তামিলনাড়ুর কাছে হারটাই যে ক্ষতি হয়েছে, তা এখন টের পাচ্ছে বঙ্গশিবির। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাতে শীর্ষে থেকেও বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছনো অনেকটাই কঠিন। তার কারণ তামিলনাড়ু ম্যাচ। মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বাংলার সামনে পঞ্জাব। গ্রুপ পর্বে ৫টার মধ্যে ৪টে-তেই জিতেছে বাংলা। অন্য দিকে, তামিলনাড়ুও জিতেছে চারটে ম্যাচে। পঞ্জাব জিতেছে তিনটে ম্যাচে। নক আউটে পৌঁছতে বাংলাকে মঙ্গলবারের ম্যাচ জিততেই হবে। তবে তামিলনাড়ুও যদি শেষ ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে হেড টু হেডের বিচারে সরসারি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবেন দীনেশ কার্তিকরা। বাংলার অঙ্কটা ঠিক কী? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলার কাছে দ্বিতীয় সেরা দল হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ অবশ্য রয়েছে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে বাকি গ্রুপগুলোর দিকে। না হলে বাংলাকে খেলতে হবে প্রি কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দল পৌঁছবে শেষ আটে। মঙ্গলবার একদিকে যখন সুদীপ ঘরামিরা খেলতে নামবে পঞ্জাবের বিরুদ্ধে, অন্য দিকে তামিলনাড়ুর প্রতিপক্ষ গ্রুপের লাস্ট বয় নাগাল্যন্ড। বঙ্গ শিবির একপ্রকার নিশ্চিত, গ্রুপ টপার হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছনো কার্যত অসম্ভব। পঞ্জাবকে হারিয়ে বাকি গ্রুপগুলোর দিকে নজর ফেরাতে চান সুদীপরা। যদিও পঞ্জাব ম্যাচ অবশ্যই কঠিন চ্যালেঞ্জ শাহবাজদের কাছে। আর সেটা নিয়েই ভাবছে টিম বেঙ্গল।

মুস্তাক আলি ট্রফিতে ব্যর্থতা সঙ্গী হয়েছে। সাদা বলের ক্রিকেটে ভালো ফল করতে এখন বিজয় হাজারেই ভরসা আকাশদীপদের। মনদীপ সিং, সিদ্ধার্থ কৌল, প্রভসিমরন সিং, হরপ্রীত ব্রার, নেহাল ওয়াধেরা, অভিষেক শর্মাদের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। তবে বিজয় হাজারেতে দুরন্ত ফর্মে থাকা বাংলা শিবির সে সব নিয়ে ভাবতে নারাজ। বরং নিজেদের শক্তির দিকেই তারা তাকাচ্ছে। মূলত বোলারদের উপর বাড়তি ভরসা রাখছে থিঙ্ক ট্যাঙ্ক। সামির ভাই মহম্মদ কাইফ, আকাশদীপরা গোয়াকে উড়িয়ে দিয়েছিলেন। শাহবাজ, করণ, প্রদীপ্তর মতো স্পিনাররা তৈরি পঞ্জাবকে বেকায়দায় ফেলতে।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা পঞ্জাব ম্যাচের আগে আত্মবিশ্বাসের সুরে বললেন, ‘আমাদের গ্রুপ থেকে তামিলনাড়ু সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে, সেটা ধরেই নিয়েছি। আমরা শুধু নিজেদের ম্যাচ নিয়ে ভাবছি। ছেলেদের বলেছি ওটাই ফোকাস করতে। ওরা জানে কী ভাবে ম্যাচ জিততে হবে। আমাদের কাছে এখন থেকেই সব ম্যাচ নক আউট। পঞ্জাবকে হারানোই এখন একমাত্র লক্ষ্য। তারপরই দেখা যাবে দ্বিতীয় সেরা দল হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছনো যায়, নাকি প্রি কোয়ার্টার খেলতে হয়। দলের উপর ভরসা রয়েছে। পঞ্জাব ম্যাচ আমরা জিতবই।’

বিজয় হাজারে ট্রফির যা নিয়ম তাতে, পাঁচটা গ্রুপের টেবল টপার সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। পাঁচটা গ্রুপের মধ্যে একটি দ্বিতীয় সেরা দল সরাসরি পৌঁছবে শেষ আটে। বাকি চারটে দ্বিতীয় স্থানে থাকা দল নিজেদের মধ্যে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবে। সেখান থেকে দুটো দল পৌঁছবে শেষ আটে। গ্রুপ পর্বে কোনও দুটি দলের পয়েন্ট সমান হলে দেখা হবে হেড টু হেড।

Next Article