
তিথিমালা মাজী: অর্জুন তেন্ডুলকর, এ বারের আইপিএলের অন্যতম আকর্ষণ। তিন বছর ধরেই মুম্বই ইন্ডিয়ান্সে টিমে রয়েছেন। চলতি বছরে আইপিএলে অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয়েছে অর্জুনের (Arjun Tendulkar) । মাঠের পারফরম্যান্স থেকে সতীর্থদের সঙ্গে আচরণ, প্রতি মুহূর্তে স্ক্রুটিনি করা হচ্ছে সচিন-পুত্রকে (IPL 2023)। বাবার সঙ্গে তুলনা চলে আসে প্রতি মুহূর্তে। নামের পিছনে বিখ্যাত ওই পদবিটার জন্যই কি সবসময় আতসকাচের নিচে অর্জুন তেন্ডুলকর? আইপিএলের লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার বাংলায় বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তাদের তরফেই একটি ভার্চুয়াল প্রেস মিটের ব্য়বস্থা করা হয়। তাঁর মতে, এমন অসম তুলনার কোনও মানে নেই। ঝুলনের অনুরোধ, অর্জুনকে প্রতি মুহূর্তে সচিনের সঙ্গে তুলনা করা বন্ধ করা উচিত। ওকে একজন স্বতন্ত্র ক্রিকেটার হিসেবেই দেখা উচিত। ভার্চুয়াল প্রেস মিটে উপস্থিত ছিলেন TV9 Bangla Sports–এর প্রতিনিধিও। বিস্তারিত রইল এই প্রতিবেদনে।
উইমেন্স প্রিমিয়র লিগে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন ঝুলন গোস্বামী। প্রথম ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে উঠেছে ট্রফি। তাছাড়া আইপিএলে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই। একসময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন সচিন তেন্ডুলকর। কাজ করেছেন মেন্টর হিসেবে। সেই একই দলের জার্সি গায়ে খেলছেন অর্জুন। তুলনাটা প্রতি মুহূর্তে চলেই আসে। জিও সিনেমায় আইপিএলের বাংলার ধারাভাষ্যকার ও এক্সপার্ট ঝুলন বলেছেন, “জানি না, কেন এত তুলনা। সত্যি কথা বলতে কী, এমন তুলনা করাটাই উচিত নয়। অর্জুনকে ক্রিকেট ঈশ্বরের সঙ্গে তুলনা করা চলে না। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। যখনই সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করেছে। অতএব তুলনার মধ্যে যাওয়াটাই উচিত নয়। ওকে একজন স্বতন্ত্র ক্রিকেটার হিসেবে দেখা উচিত।”
আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম প্রশ্নেও নিজের মত রেখেছেন ঝুলন। তাঁর মতে, এই নিয়ম হয়তো শীঘ্রই মেয়েদের ক্রিকেটেও দেখা যাবে। মেয়েদের আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে ইমপ্যক্ট প্লেয়ার নিয়ম চালু হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, এমনটাই জানিয়েছেন ঝুলন। আইপিএলে চলতি মরসুমে আনক্যাপড প্লেয়ারদের পারফরম্যান্সে মুগ্ধ চাকদা এক্সপ্রেস। মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা, পঞ্জাব কিংসের জীতেশ শর্মাদের পারফরম্যান্স দাগ কেটেছে। ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই আনক্যাপড প্লেয়ারদের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাঁকে।