Sadhguru on Indian Cricket Team: ‘বল দেখো, শট মারো’, ফাইনালের আগে রোহিতদের পরামর্শ সদগুরুর

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 17, 2023 | 10:47 PM

ICC world Cup 2023, IND vs AUS Final: চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালেও ভারতের সামনে অস্ট্রেলিয়া। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল। লক্ষাধিক সমর্থক ভারতের হয়ে গলে ফাটাবে। বিদ্যুৎ খেলে যাওয়া পরিবেশ থাকবে। ভারত যেমন দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া টানা আট ম্যাচ জিতেছে। নকআউটে অস্ট্রেলিয়া বরাবরই ভয়ঙ্কর দল। রুদ্ধশ্বাস একটা ফাইনালের সম্ভাবনা।

Sadhguru on Indian Cricket Team: বল দেখো, শট মারো, ফাইনালের আগে রোহিতদের পরামর্শ সদগুরুর
Image Credit source: TV9 Network

Follow Us

আমেদাবাদ: দেশ জুড়ে এখন আলোচনায় শুধুই বিশ্বকাপ। ওয়ান ডে ফরম্যাটে এই নিয়ে চতুর্থ বার বিশ্বকাপ ফাইনালে উঠছে ভারত। লক্ষ্য তৃতীয় ট্রফি। প্রত্যেক ভারতীয় ক্রিকেট প্রেমীর প্রত্যাশা রোহিতদের হাতে কাপ উঠুক। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছেন রোহিত, বিরাটরা। এক যুগ আগে দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ভারত। গত দু-বার সেমিফাইনালেই বিদায়। ট্রফির খুব কাছ থেকে ফিরে আসার হতাশা। ফের একবার দেশের মাটিতে বিশ্বকাপ। দলের ধারাবাহিক পারফরম্যান্সে প্রত্যাশা আরও বেড়েছে। রবিবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল। ভারতের সামনে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এক যুগ পর ট্রফি জিততে কী করতে হবে, এটাই আলোচনার বিষয়। এর মধ্যে সদগুরুর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কী ভাবে ট্রফি জিততে পারেন রোহিত-বিরাটরা? তারই পরামর্শ দিয়েছেন সদগুরু। আর কী রয়েছে এই ভাইরাল ভিডিয়োতে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত। ভারত-অস্ট্রেলিয়া দু-দলই পৌঁছে গিয়েছে আমেদাবাদে। ভারতীয় দলের ক্রিকেটাররা আমেদাবাদে অনুশীলনও করেছেন। ভালো টিম, নামি প্লেয়ার এবং ধারাবাহিক পারফরম্যান্স ভালো হলেও ফাইনালের মঞ্চ পুরোপুরি আলাদা। এখানে শুন্য থেকেই শুরু করতে হয়। লক্ষাধিক সমর্থকের সামনে স্নায়ুর চাপ ধরে রাখাও গুরুত্বপূর্ণ বিষয়। চ্যাম্পিয়ন হওয়ার উপায় জানতে চাওয়া সদগুরুর কাছে। রোহিতদের কী পরামর্শ দেবেন, এই প্রশ্নও করা হয়।  অতুলনীয় ভঙ্গিতে পরামর্শ দিলেনও। সদগুরু বলেন, ‘শুধু ট্রফি জেতার চেষ্টা কোরো না, বল দেখো আর মারো। একশো কোটি মানুষ চাইছে ট্রফি জেতো, তোমাদের মাথায় যদি এই বিষয়টাই ঘুরতে থাকে, হয়তো বলটাই মিস করবে। অথবা যদি ভাবো, চ্যাম্পিয়ন হলে কী কী ঘটতে পারে, যদি সেই বিষয় নিয়ে ভাবো, দেখবে বল উইকেট ছিটকে দিয়েছে।’

তাহলে চ্যাম্পিয়ন হওয়ার উপায়? এই প্রশ্নের সঙ্গে উত্তরও দিয়েছেন সদগুরুই। বলছেন, ‘প্রশ্ন উঠতেই পারে, কী ভাবে বিশ্বকাপ জেতা যাবে? এটা নিয়ে ভেবোই না। বরং তোমাদের শুধু ভাবতে হবে, বলটাকে কী ভাবে মারা যায়, কী ভাবে প্রতিপক্ষর উইকেট ছিটকে দেওয়া যায়। শুধু বিশ্বকাপ জেতা নিয়ে ভাবলে, তোমরাই হয়তো ছিটকে যাবে।’

মুম্বইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ওয়াংখেড়েতে দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সেমিফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন সদগুরু। তাঁর উপদেশ ছিল, ‘যেটা হতে চলেছে, সেটা আটকানোর ক্ষমতা কারও নেই। একটা প্রক্রিয়া মেনে কাজ করা যেতে পারে। প্রক্রিয়া মানে, প্রতিনিয়ত আমরা যেটা করে থাকি। সাফল্য শুধু অন্যের চোখেই ধরা পড়ে। কেউ সফল না ব্যর্থ, অন্যরাই ভাবে। জরুরি হল, তুমি তোমার কাজটা ঠিকঠাক করছো তো?’

চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালেও ভারতের সামনে অস্ট্রেলিয়া। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল। লক্ষাধিক সমর্থক ভারতের হয়ে গলে ফাটাবে। বিদ্যুৎ খেলে যাওয়া পরিবেশ থাকবে। ভারত যেমন দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া টানা আট ম্যাচ জিতেছে। নকআউটে অস্ট্রেলিয়া বরাবরই ভয়ঙ্কর দল। রুদ্ধশ্বাস একটা ফাইনালের সম্ভাবনা।

Next Article