করাচি: ভারতের বিরুদ্ধে নামার আগে বাবর আজমের (Babar Azam) টিম শক্তি তুলে ধরেছে নেপালের বিরুদ্ধে। পাক অধিনায়ক, ইফতিকার আহমেদ দারুণ ছন্দে। কিন্তু দুর্বলতাও তো আড়াল করা যাচ্ছে না। টপ অর্ডার রান পায়নি পাকিস্তানের। ভারতের মতো ব্যালান্সড টিমের বিরুদ্ধে ওপেনিং জুটি যদি চাপ সামলাতে না পারে, তা হলে মুশকিল আরও বাড়বে। আরও ভালো করে বলতে গেলে ফখর জামানের ফর্মে না থাকা চিন্তায় রাখছে গ্রিন আর্মিকে। শনিবার এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। ফখরকে কি টিম থেকে বাদ দেওয়া উচিত? রামিজ রাজা কিন্তু ফর্মে না থাকা বাঁ হাতি ওপেনারকে টিম থেকে বাদ দিতেই পরামর্শ দিচ্ছেন। কোন যুক্তি সাজাচ্ছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ফখর জামানের ফর্ম কেন ভাবাচ্ছে রামিজ রাজাকে? সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রামিজ রাজা বলেছেন, ‘ফখর জামানকে নিয়ে বড় সমস্যায় পড়েছে টিম। প্রথাগত ক্রিকেটের বাইরে শট খেলতে অভ্যস্ত ও। তাই যখন ওর মতো কেউ ফর্মের বাইরে চলে যায়, তখন সমাধান খুঁজে পেতে কিছুটা সময় লাগে। ওর শরীরী ভাষাও ভোগাচ্ছে। পাকিস্তানের ওপেনিংয়ে একজন ফর্মে থাকা ব্যাটার চাই। ইমামও যদি তাড়াতাড়ি উইকেট হারিয়ে ফেলে তা হলে চাপটা আরও বেড়ে যায়। তাই ফখরকে এখন বিশ্রাম দেওয়া দরকার। আর ওকে বাদ দেওয়াটাই এখন পাক টিমের জন্য কার্যকরী হতে পারে।’
রামিজ আরও বলেন, ‘ফখর ভালো প্লেয়ার। পাকিস্তান কম সুযোগ দেয়নি। কিন্তু ও এখন যে ফর্মে রয়েছে, তাতে ভারতের বিরুদ্ধে ওকে খেলানোর ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না।’ নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ২০ বল খেলে ১৪ রান করেন ফখর জামান। স্ট্রাইক রেট ছিল ৭০। তবে প্রথম বার এশিয়া কাপে খেলা নেপালের বিরুদ্ধে ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ফখর। পাওয়ার প্লে-র আগেই উইকেট দিয়ে বসেন তিনি। তবে শুধু নেপাল ম্যাচে ফখরের পারফরম্যান্স ভাবাচ্ছে না রাজাকে। এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে যে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে পাকিস্তান, তাতেও ব্যাট হাতে ছাপ রাখতে পারেননি ফখর। সে কথাও উল্লেখ করেন রামিজ। আফগানদের বিরুদ্ধে তিন ওডিআইতে ফখরের রান যথাক্রমে – ২, ৩০ ও ২৭। যা নিঃসন্দেহে চিন্তায় রাখছে পাক শিবিরকে। এ বার দেখার ভারত-পাক ম্যাচে বাবরের দলের একাদশে ফখর জায়গা পান কিনা।