Duleep Trophy 2025: দুই সেমিফাইনালই ড্র, ফাইনালে মুখোমুখি সেন্ট্রাল ও সাউথ জোন

Duleep Trophy 2025 Semi Final: যেমন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে দাগ কাটতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ঝোড়ো হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। তা অবশ্য দলকে ফাইনালে তুলতে পারল না। আরও বেশ কিছু দুর্দান্ত ইনিংস নজর কাড়ল বলা যায়।

Duleep Trophy 2025: দুই সেমিফাইনালই ড্র, ফাইনালে মুখোমুখি সেন্ট্রাল ও সাউথ জোন
Image Credit source: PTI

Sep 07, 2025 | 6:02 PM

দলীপ ট্রফির সেমিফাইনালে কোনও দলই সরাসরি জয় ছিনিয়ে আনতে পারেনি। সেমিফাইনালের দুটি ম্যাচই ড্র। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে জায়গা করে নিল সেন্ট্রাল জোন ও সাউথ জোন। দলীপের শেষ চারের মঞ্চে কিছু নজরকাড়া ব্যক্তিগত পারফরম্যান্স দেখা গেল। অনেক ব্যর্থ লড়াইও। যেমন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে দাগ কাটতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ঝোড়ো হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। তা অবশ্য দলকে ফাইনালে তুলতে পারল না। আরও বেশ কিছু দুর্দান্ত ইনিংস নজর কাড়ল বলা যায়।

রজত পাতিদারের সেন্ট্রাল জোন মুখোমুখি হয়েছিল শার্দূল ঠাকুরের নেতৃত্বাধীন ওয়েস্ট জোনের। প্রথম ইনিংসেই ব্যাট হাতে বাজিমাত সেন্ট্রাল জোনের। প্রথমে ব্যাট করে ওয়েস্ট জোন। যশস্বী-শ্রেয়সের ব্যাটে বড় রান আসেনি। ঋতুরাজ গায়কোয়াড় ১৮৪ রান করে। লোয়ার অর্ডারে তনুষ কোটিয়ান এবং ক্যাপ্টেন শার্দূলের হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। ৪৩৮ রান করে ওয়েস্ট জোন। কিন্তু এই রানও যথেষ্ট ছিল না।

সেন্ট্রাল জোনের টিম গেম। দানিশ মালেবর, শুভম শর্মা, রজত পাতিদার, উপেন্দ্র যাদব, হর্ষ দুবে, সারাংশ জৈন হাফসেঞ্চুরি করেন। সব মিলিয়ে ৬০০ রানে প্রথম ইনিংস শেষ হয় সেন্ট্রাল জোনের। দ্বিতীয় ইনিংসে মাত্র ৭০ বলে ৬৪ রানের ঝোড়ো পারফরম্যান্স যশস্বী জয়সওয়ালের। ৮ উইকেটে ২১৬ রানের পরই হাত মিলিয়ে নেন দুই ক্যাপ্টেন। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে রজত পাতিদারের নেতৃত্বাধীন সেন্ট্রাল জোন।

অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ জোন ও নর্থ জোন। নারায়ণ জগদীশনের ১৯৭ রানের সৌজন্যে ৫৩৬ করে সাউথ জোন। এ ছাড়াও দেবদত্ত পাড়িক্কল, রিকি ভুই, তনয় ত্যাগরাজন হাফসেঞ্চুরি করেন। জবাবে নর্থ জোনের প্রথম ইনিংস শেষ ৩৬১ রানেই। শুভম খাজুরিয়া সর্বাধিক ১২৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দুরন্ত সদ্য টেস্টে ডাক পাওয়া কিপার ব্যাটার নারায়ণ জগদীশন। ৫২ রানে অপরাজিত। ১৯৭ ও অপরাজিত ৫২ রানের সুবাদে ম্যাচের সেরা জগদীশনই।