Duleep Trophy: এশিয়া কাপের আগে জ্বললেন না কুলদীপ! সেমিফাইনালে সেন্ট্রাল জোন

Duleep Trophy 2025 Quarter Final: ইংল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে ছিলেন। যদিও ইংল্যান্ডে এক ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। দলীপে রেড বল ক্রিকেটে হতাশ করলেন। কোয়ার্টার ফাইনালে উইকেট শূন্য়। এশিয়া কাপের আগে সামান্য হলেও চিন্তার বিষয়!

Duleep Trophy: এশিয়া কাপের আগে জ্বললেন না কুলদীপ! সেমিফাইনালে সেন্ট্রাল জোন
Image Credit source: PTI

| Edited By: Sharath S

Sep 01, 2025 | 5:36 PM

সামনেই এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে এ বারের এশিয়া কাপ। স্কোয়াডের অনেককেই দলীপের কোয়ার্টার ফাইনালে রাখা হয়েছিল। যেমন অর্শদীপ সিং, হর্ষিত রানা। এশিয়া কাপে ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমন গিলকে রাখা হলেও তিনি খেলতে পারেননি। তবে অনেকেই খেলেছেন। এর মধ্যে রয়েছেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবও। ইংল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে ছিলেন। যদিও ইংল্যান্ডে এক ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। দলীপে রেড বল ক্রিকেটে হতাশ করলেন। কোয়ার্টার ফাইনালে উইকেট শূন্য়। এশিয়া কাপের আগে সামান্য হলেও চিন্তার বিষয়!

সেন্ট্রাল জোনের হয়ে খেলছিলেন কুলদীপ যাদব। রজত পাতিদারের নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম সেন্ট্রাল জোনের। তবে সামান্য হলেও অস্বস্তি থাকল কুলদীপের পারফরম্যান্স। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৩২ রানে ডিক্লেয়ার করে সেন্ট্রাল জোন। দানিশ মালেবর ২০৩, ক্যাপ্টেন রজত পাতিদার ঝোড়ো ১২৫ রান করেন। জবাবে নর্থ ইস্ট জোনকে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে দেয় সেন্ট্রাল জোন। কুলদীপ যাদব ২০ ওভার বোলিং করলেও উইকেট আসেনি।

দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোন ৩৩১/৭ স্কোরে ডিক্লেয়ার করে। শুভমন শর্মা সেঞ্চুরি করেন। ক্যাপ্টেন রজত পাতিদার হাফসেঞ্চুরি। নর্থ ইস্টকে ৬৭৯ রানের বিশাল টার্গেট দেওয়া হয়। চাইলে সেন্ট্রাল জোন ব্যাটিং চালিয়ে যেতে পারত। যদিও সেমিফাইনালের আগে বোলারদের সুযোগ দেওয়াই ছিল টার্গেট। দ্বিতীয় ইনিংসেও হতাশ করেন কুলদীপ যাদব। ১২ ওভারে উইকেটশূন্য়। ম্যাচ ড্র হওয়ায় প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে সেন্ট্রাল জোন। ৪ সেপ্টেম্বর শুরু সেমিফাইনাল। রজত পাতিদাররা খেলবেন ওয়েস্ট জোনের বিরুদ্ধে।