বেঙ্গালুরু: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় বার রানার্স হয়েছে ভারত। এ বার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হার। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পায়নি ভারত। তার মধ্যে অন্যতম কিপার-ব্যাটার ঋষভ পন্থ। গত ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। তার পরিবর্তে খেলানো হয় শ্রীকার ভরতকে। চার টেস্টের অভিজ্ঞতা নিয়ে নেমেছিলেন। স্কোয়াডে ঈশান কিষাণ থাকলেও শ্রীকার ভরতকেই খেলানোর সিদ্ধান্ত হয়। ঈশানের টেস্ট অভিষেক হয়নি। যদিও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে ব্যর্থ শ্রীকার ভরত। জাডেজার বিরুদ্ধে কিপিং করতে সমস্যায় পড়েছেন। সবচেয়ে বেশি অস্বস্তি তাঁর ব্যাটিং নিয়ে। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ধারাভাষ্যে বলে ওঠেন, ও তো বল না দেখেই খেলছে! ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পরীক্ষা ভরতের। নজর থাকবে আরও কয়েকজন ক্রিকেটারের দিকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জুলাইতে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় শুরু হচ্ছে ভারতের। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে দুটি টেস্ট খেলবে ভারত। এই টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। তার আগে দলীপ ট্রফিতে নামছেন শ্রীকার ভরত। দলীপ ট্রফির জন্য সাউথ জোনের টিম ঘোষণা হয়েছে। হনুমা বিহারির নেতৃত্বে খেলবে সাউথ জোন। সহ অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। টিমে দুই কিপার শ্রীকার ভরত ও রিকি ভুঁই। তবে খেলার সম্ভাবনা বেশি শ্রীকার ভরতেরই। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলীপ ট্রফিতে ব্যাট হাতে কেমন পারফর্ম করেন, সেদিকেই নজর থাকবে।
দলীপ ট্রফি এক দিকে যেমন শ্রীকার ভরতের পরীক্ষা, তেমনই রিহার্সাল হতে পারে হনুমা বিহারি ও মায়াঙ্ক আগরওয়ালের জন্য। দু-জনেই টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। দীর্ঘ সময় সুযোগ পাচ্ছেন না। দলীপ ট্রফিতে ভালো পারফর্ম করতে পারলে ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যেতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থতার জেরে চেতেশ্বর পূজারার মতো সিনিয়রের চাপ বাড়ছে। জাতীয় দলে জায়গা ধরে রাখা কঠিন। দলীপ ট্রফিতে ভালো পারফর্ম করতে পারলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা বাড়বে মায়াঙ্ক, হনুমাদের।