Zim Afro T10 2023 : দুরন্ত ব্যাটিংয়েও ট্রফি জেতাতে পারলেন না ইউসুফ পাঠান

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 30, 2023 | 3:54 PM

পাঠানের দুরন্ত ফর্ম সত্ত্বেও ট্রফি অধরা থেকে গেল জোহানেসবার্গ বাফেলোজ টিমের। ফাইনালে তাদের হারতে হয়েছে ডারবান কলন্দর্সের বিরুদ্ধে।

Zim Afro T10 2023 : দুরন্ত ব্যাটিংয়েও ট্রফি জেতাতে পারলেন না ইউসুফ পাঠান

Follow Us

হারারে : শেষ হল উদ্বোধনী জিম অ্যাফ্রো টি-১০ লিগ। ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা এই টি-২০ লিগে খেললেন। শুধু খেললেনই না, ব্যাট হাতে পুরনো ঝলক দেখালেন। পাঠানের দুরন্ত ফর্ম সত্ত্বেও ট্রফি অধরা থেকে গেল জোহানেসবার্গ বাফেলোজ টিমের (Zim Afro T10 2023)। ফাইনালে তাদের হারতে হয়েছে ডারবান কলন্দর্সের বিরুদ্ধে। হারারে স্পোর্টস ক্লাবের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের ফাইনালে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হল ইউসুফ পাঠান, মুশফিকুর রহিমদের। ডারবানের ট্রফি জয়ে পিছনে বড় অবদান আফগান ক্যাপ্টেন হজরতুল্লা জাজাইয়ের। ২২ বলে অপরাজিত ৪৩ রান করেছেন জাজাই। ফাইনালে ডারবান কলন্দর্স জিতেছে ৮ উইকেটে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports –এর এই প্রতিবেদনে।

জিম্বাবোয়েতে প্রথম টি-১০ লিগের ফাইনাল ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। টস হেরে প্রথমে ব্যাট করে জো’বার্গ বাফেলোজ। মহম্মদ হাফিজ ও টম ব্যান্টন জুটি দ্রুত রান তুলতে থাকে। প্রথম তিন ওভারে ৫০ রানের পার্টনারশিপ করে ফেলেন তাঁরা। তবে চতুর্থ ওভার শেষ হওয়ার আগেই ৩২ রানে ফেরেন হাফিজ। উইল স্মিড (৫) ফেরেন কিছুক্ষণের মধ্যেই। এরপর ৩৬ রান তুলে সাজঘরের পথ ধরেন টম ব্যান্টন। ৭ ওভারে স্কোর ছিল ৭৭/৩। ক্রিজে নেমেই পরপর বাউন্ডারি হাঁকান ইউসুফ পাঠান। ১৪ বলে ২৫ রান করেন তিনি। শেষমেশ বাফেলোজের ঝুলিতে ওঠে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান।

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটার টিম সেইফার্ট ১৩ বলে ৩০ রান করেন। অপর ওপেনার আন্দ্রে ফ্লেচারের সঙ্গে যোগ দেন ক্যাপ্টেন হজরতুল্লাহ জাজাই। ডারবানের স্কোর তখন ৩ ওভারে ৩৪/১। ক্যাপ্টেনে অপরাজিত ৪৩ রানের সৌজন্য সহজেই জোহানেসবার্গ বাফেলোজের স্কোর টপকে যায় ডারবান কলন্দর্স।

Next Article