ICC ODI World Cup 2023: কোহলি কাঁটায় ফের বিদ্ধ নবীন, ধর্মশালায় কটাক্ষের শিকার আফগান পেসার

Naveen-ul-Haq: প্রসঙ্গত, হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানরা। বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না নবীন। পরে ডাকা হয় তাঁকে। তবে বিশ্বকাপ খেললেও এরপর আর ওয়ান ডে-তে খেলবেন না বলে জানিয়েছেন তিনি। ভারত তাঁকে কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে চিন্তা ছিলই।

ICC ODI World Cup 2023: কোহলি কাঁটায় ফের বিদ্ধ নবীন, ধর্মশালায় কটাক্ষের শিকার আফগান পেসার
বিরাট কোহলি ও নবীন উল হক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 12:07 PM

ধর্মশালা:আর কয়েক অপেক্ষা মাত্র। তারপরই ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে তার আগেই বিশ্বকাপের তৃতীয় ম্যাচে অর্থাৎ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে পাওয়া গেল তাঁকে। কিন্তু কীভাবে। যদিও সশরীরে হাজির ছিলেন না তিনি। ধর্মশালার গ্যালারি জুড়ে ভেসে এসেছিল কোহলি, কোহলি রব। কী হয়েছিল গতকালের ম্যাচে? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম আফগানিস্তান। সেই ম্যাচেই নবীন উল হককে দেখে ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করতে থাকেন বিরাট সমর্থকরা। ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে যেতেই গ্য়ালারি থেকে ভেসে আসে এই রব। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিয়ো। ঘটনার সূত্রপাত অবশ্য কিছু মাস আগে। এ বারের আইপিএলের মঞ্চে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়ে পড়েন সুপারস্টার কোহলি ও নবীন উল হক।

শুধু মাঠের ভিতরেই সীমাবদ্ধ থাকেনি সেই ঝামেলা। জল গড়ায় মাঠের বাইরেও। মাঠে বেশ উত্তপ্ত বাক্যালাপ হয় দুই তারকার মধ্যে। এই ঝামেলায় জড়িয়ে পড়েন জায়ন্টসদের মেন্টর গৌতম গম্ভীরও। এরপরই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা যায় নবীনকে। তাঁর এই ধরনের পোস্ট যে একেবারেই ভালো চোখে দেখেনি বিরাট ভক্তরা তা সুদে আসলে এ বার বুঝিয়ে দিলেন তাঁরা। কোহলি ভক্তের সংখ্যাটা নেহাতই কম নয়। তাঁদের গুরুদেবের সঙ্গে পাঙ্গা নিতেই ভক্তদের চক্ষুশূল হয়েছেন এই তরুণ আফগান পেসার।

প্রসঙ্গত, হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানরা। বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না নবীন। পরে ডাকা হয় তাঁকে। তবে বিশ্বকাপ খেললেও এরপর আর ওয়ান ডে-তে খেলবেন না বলে জানিয়েছেন তিনি। ভারত তাঁকে কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে চিন্তা ছিলই। আর সেটাই সত্যি হল। ধর্মশালাতেও কোহলি কাঁটা এড়াতে ব্য়র্থ আফগান পেসার।