আমেদাবাদ: কখনও রাখ ঢাক করে কথা বলেননি ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। আমেদাবাদে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্সেও ঠিক একই মেজাজে ছিলেন তিনি। চলতি ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ম্যাচে মেন ইন ব্লু পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতেছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা একের পর এক পাক বোলারকে কার্যত তটস্থ করে ছেড়েছিলেন। রোহিত যখন ৮৪ রানে ছিলেন, সেই সময় কমেন্ট্রি বক্স থেকে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদিকে নিয়ে রবি শাস্ত্রী বলেন, ‘শাহিন ভালো বোলার, কিন্তু ও ওয়াসিম আক্রম নয়।’ শাহিনকে নিয়ে আর কী কী বলেছেন শাস্ত্রী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
নতুন বলে এর আগে পাক পেসার শাহিন শাহ আফ্রিদি রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলদের উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে এ বারের বিশ্বকাপে তৃতীয় ওভারে শুভমন গিলের উইকেট তুলে নিয়ে প্রথম ধাক্কাটা শাহিন আফ্রিদিই দিয়েছিলেন। কিন্তু রোহিতকে দীর্ঘক্ষণ টলাতে পারেননি পাক পেসার শাহিন শাহ আফ্রিদি।
এরপর ভারতের ২১তম ওভার চলাকালীন, হিন্দি কমেন্ট্রি বক্সে শাহিনকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘ও ভালো বোলার। নতুন বলে ও উইকেটও নিতে পারে। তবে এটা মানতেই হবে নাসিম শাহ খেলছে না আর পাকিস্তানের স্পিন বোলিংয়ের দশাও এইরকম হয়েছে। শাহিন আফ্রিদি তো আর ওয়াসিম আক্রম নয়। ও ভালো বোলার। কিন্তু ওকে মাথায় তুলে নাচানাচির কোনও মানে হয় না। ও ভালো তাই বলা উচিত ও ভালো বোলার। কিন্তু তার মানে বাড়িয়ে বলতে হবে যে অসাধারণ ও। এমনটা নয়। এটা মানতেই হবে।’
#INDvsPAK Ravi Shastri on Shaheen Afridi🤣 pic.twitter.com/sIc8aBtf9G
— Gaurav Chandra (@GauravC71174632) October 14, 2023
রবি শাস্ত্রী পাক পেসার আফ্রিদিকে নিয়ে যা-ই বলুন না কেন, সেই শাহিনই তুলে নেন ছন্দে থাকা রোহিতের উইকেট। ৬৩ বলে ৮৬ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। ৭ উইকেটে ম্যাচ জিতে ২ পয়েন্ট পকেটে ভরে মাঠ ছাড়েন শ্রেয়স-রাহুলরা।