মুম্বই : এ বারের আইপিএলে (IPL 2023) হিটম্যানের ব্যাট কবে হিট হবে? এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছে। চলতি আইপিএলে চেনা ছন্দে দেখা যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই এখনও অবধি ১০টি ম্যাচে খেলেছে। তার মধ্যে এখনও অবধি মাত্র ১৮৪ রান করেছেন রোহিত। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের এই রানের বহর তাঁর নামের প্রতি এই সুবিচার করছে না। রোহিতের অফ ফর্ম নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। চলতি আইপিএলে শেষ ২ ম্যাচে ডাক হয়ে ফিরেছেন রোহিত। গত ১০ ইনিংসে রয়েছে ১টি মাত্র হাফসেঞ্চুরি। রোহিত ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। এ বার ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) তাঁকে পরামর্শ দিলেন অধিনায়ক হিসেবে রোহিতের ঠিক কী করা উচিত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শুধু চলতি বছরে নয় গত বছরের আইপিএলেও রোহিতের পারফরম্যান্স ভালো ছিল না। এই পরিস্থিতিতে রোহিতের উদ্দেশে শাস্ত্রী বলেছেন, ‘একজন অধিনায়ক হিসেবে মাঠে পারফরম্যান্স করাটা অত্যন্ত জরুরী। ব্যাট হাতে রান করলে বা পারফরম্যান্স ভালো করলে ক্যাপ্টেন হিসেবে কাজটা অনেক সহজ হয়ে যায়। আর সহজে রান পেলে শরীরী ভাষা আলাদা হয়। রান না পেলে উল্টোটা হয়ে যায়। সে তুমি যে-ই হও না কেন তখন কঠিন হয় অধিনায়কত্বের কাজটাও। রোহিতকে বলব অতীত ভুলে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যাও।’
রোহিত শর্মা নামের পাশে দেশের জার্সিতে কত রান রয়েছে, আইপিএলে কত রান রয়েছে, ভারতের কোটিপতি লিগে হিটম্যানের নামের পাশে কী সাফল্য রয়েছে এই সব ভুলে নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যাওয়া উচিত বলেছেন শাস্ত্রী। তিনি আরও বলেন, ‘এখানেই একজন অধিনায়কের পারফরম্যান্সের গুরুত্বটা অনেকখানি আরও বেড়ে যায়। রোহিতের জন্য কাজটা এখন আরও কঠিন হয়ে গিয়েছে কারণ ও কেরিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর যেমন টিম ওর কাছে রয়েছে। আগামী এক বা দুই বছরে এই দলটাই কিন্তু দুর্দান্ত হয়ে উঠবে। এখন শুধু একসঙ্গে মিলেমিশে খেলে যেতে হবে। দলের সঠিক মিশ্রণটা খুঁজে বার করাই অধিনায়কের আসল কাজ। গত দুই-তিন বছর আগে ওর কাছে যে দলটা ছিল, সেটা এখন আর নেই। ফলে অধিনায়ক হিসেবে ওর চ্যালেঞ্জ আগের থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে। দু’বছর আগে সব কিছুই ওর জন্য দারুণ ছিল। ও মাঠে নামলেই কাজটা হয়ে যেত। এখন সেটা হচ্ছে না।’