IPL 2023: পার্টিতে মহিলার সঙ্গে দুর্ব্যবহার, চরম বিতর্কে ডেভিড ওয়ার্নারের টিম!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 27, 2023 | 1:34 PM

IPL 2023, DC : আইপিএলে টানা ৫ ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে শেষ দুই ম্যাচে জিতেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু এই জয়ের স্বস্তির মধ্যেই মাঠের বাইরে চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাই একঝাঁক বিধিনিষেধ ও নিয়মাবলী চালু করল দিল্লি টিম ম্যানেজমেন্ট।

IPL 2023: পার্টিতে মহিলার সঙ্গে দুর্ব্যবহার, চরম বিতর্কে ডেভিড ওয়ার্নারের টিম!
পার্টিতে মহিলার সঙ্গে দুর্ব্যবহার, চরম বিতর্কে ডেভিড ওয়ার্নারের টিম!
Image Credit source: IPL Website

Follow Us

নয়াদিল্লি : ১৬তম আইপিএলটা (IPL 2023) ভালো কাটছে না দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। ৭টি ম্যাচে খেলে মাত্র ২টিতে জিতেছে ডেভিড ওয়ার্নারের দল। পয়েন্ট টেবলের ১০ নম্বরে ধুঁকছে দিল্লি। এই পরিস্থিতিতে মাঠের বাইরেও স্বস্তি নেই দিল্লির। দিন কয়েক আগে ম্যাচের শেষে পার্টিতে এক মহিলার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটার। এ বার দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি যাতে নষ্ট না হয় তাই ক্রিকেটারদের জন্য নয়া ‘কোড অফ কনডাক্ট’ চালু করল দিল্লি টিম ম্যানেজমেন্ট। সেই নতুন নিয়মে দিল্লি দলের পক্ষ থেকে ক্রিকেটারদের বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ডেভিড ওয়ার্নারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাত্রি দশটার পর কোনও পরিচিত ব্যক্তিকে নিজের ঘরে নিয়ে যাওয়া যাবে না। আর যদি একান্তই অতিথি বা পরিচিত কারও সঙ্গে দেখা করতে হয় কোনও ক্রিকেটারকে তা হলে হোটেলের কফি শপে অথবা রেস্টুরেন্টে বসে কথা বলতে হবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দিল্লি দলের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাতের বেলা কোনও ক্রিকেটার হোটেলের বাইরে অন্য কোথাও যেতে চাইলে তার জন্য টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে ক্রিকেটারদের। কেউ যদি এই নিয়ম ভঙ্গ করেন তা হলে সেই ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিলও করা হতে পারে বলে জানিয়ে দিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সোমবারের ম্যাচ জেতার পর দিল্লির ক্রিকেটারদের এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, দিল্লি টিমের পক্ষ থেকে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বান্ধবী এবং স্ত্রীদের দলের সঙ্গে সফর করার অনুমতি দেওয়া হয়েছে। তবে একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটারকেই তাঁর বান্ধবী বা স্ত্রী-র ভ্রমণের যাবতীয় খরচ বহন করতে হবে। এখানেই শেষ নয়, টিম হোটেলে স্ত্রী এবং বান্ধবী বা অন্য অতিথি আসার আগে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে রাখতে হবে ক্রিকেটারদের। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সচিত্র পরিচয়পত্রও টিম ম্যানেজমেন্টের কাছে জমা রাখতে হবে।

এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। কোনও ক্রিকেটার উপস্থিত থাকতে না পারলে, আগে থেকে সেই ক্রিকেটারকে তার কারণ জানাতে হবে ম্যানেজমেন্টকে। প্রসঙ্গত, আইপিএলে টানা ৫ ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে শেষ দুই ম্যাচে জিতেছে দিল্লি। কিন্তু এই জয়ের স্বস্তির মধ্যেই মাঠের বাইরে চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাই একঝাঁক বিধিনিষেধ ও নিয়মাবলী চালু করল দিল্লি টিম ম্যানেজমেন্ট।

Next Article