Mohammed Siraj: ‘খারাপ খেললেই আমাকে অটো চালাতে বলা হয়’, ট্রোলারদের এক হাত নিলেন সিরাজ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 03, 2023 | 4:55 PM

RCB, IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে আরসিবি।

Mohammed Siraj: খারাপ খেললেই আমাকে অটো চালাতে বলা হয়, ট্রোলারদের এক হাত নিলেন সিরাজ
'খারাপ খেললেই আমাকে অটো চালাতে বলা হয়', ট্রোলারদের এক হাত নিলেন সিরাজ
Image Credit source: IPL Website

Follow Us

বেঙ্গালুরু: ক্রিকেট এমন এক খেলা যেখানে ভালো খেললে ক্রিকেটারদের যেমন ঈশ্বরের মতো পুজো করা হয়, তেমনই তাঁরা খারাপ পারফর্ম করলে সমালোচনায় বিদ্ধও হন। কোনও ক্রিকেটার সব সময় ভালো পারফর্ম করবেন তেমনটা হতে পারে না। কিংবদন্তি ক্রিকেটাররাও বিভিন্ন সময় খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন, তখন সমালোচিতও হয়েছেন। আবার ফর্ম ফিরে পেলে বন্দিতও হয়েছেন। যে সময় কোনও ক্রিকেটার ভালো খেলতে পারেন না, রান পান না বা উইকেট পান না তখন ট্রোলারদেরও নিশানা বনে যান। ভারতের তারকা, আরসিবির (RCB) পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এ বার ট্রোলারদের এক হাত নিলেন। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে আরসিবি। সেই ম্যাচে উইকেটও পেয়েছেন সিরাজ। তারপরই আরসিবির পডকাস্টে ট্রোলারদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়া থেকে অনেক ক্রিকেটারই দূরে থাকেন। আর যাঁরা রয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তাঁরা সকলের সব কথা গায়ে মাখেন না। তেমনটা না হলে ক্রিকেটারদের এগিয়ে যাওয়া সম্ভব হত না। ক্রিকেটাররা নিন্দুকদের জবাব দিয়ে থাকেন ২২ গজে। যেমনটা করেন আরসিবির তারকা সিরাজও। আরসিবির পডকাস্টে সিরাজ সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে বলেন, ‘বসে বসে সোশ্যাল মিডিয়ায় গালি লেখাটা খুব সহজ। কিন্তু তারা জানেই না আসল তাঁর আসল সংগ্রামটা। এভাবে তোমরা কাউকে গালিগালাজ দাও কেমন করে? এই সকল মেসেজগুলো মোটিভেশন নষ্ট করে দেয়। কেউ একটা বিনা কারণেই তোমাকে গালিগালাজ দিচ্ছে। আর খারাপ কী হতে পারে?’

একদিন কোনও ক্রিকেটারকে ভবিষ্যতের তারকা বলে পরের দিনই তাঁকে গালি দেওয়ার কোনও যুক্তি দেখছেন না সিরাজ। তাঁর বাবা পেশায় অটোচালক ছিলেন। সিরাজ কোনও ম্যাচে খারাপ পারফর্ম করলে এখন তাঁকে বলা হয় ক্রিকেট ছেড়ে অটো চালাতে। এই বিষয়ে সিরাজ বলেন, ‘একদিন তোমরা কোনও ক্রিকেটারকে বলবে ভারতের ভবিষ্যৎ, আর তার পরের দিনই তোমরা বলবে যাও অটো চালাও। আমি এই বিষয়টা কিছুই বুঝি না।’

তিনি আরও বলেন, ‘তুমি ভালো খেললে সকলে তোমার সুনাম করবে, বলবে যে তুমি সত্যিই খুব ভালো বোলার। অনেক দূর এগিয়ে যাবে। আমাকে যখন রিটেন করা হয়েছিল, সকলে বলেছিল এটা সেরা রিটেনের সিদ্ধান্ত। এখন সেই তারাই প্রশ্ন তুলছে আমাকে কেন রিটেন করা হল। আমাকে নাকি রিটেন করার কোনও মানে হয় না। আমি নাকি ক্রিকেট খেলার যোগ্য নই।’ সকলের জীবনেই উত্থান-পতন থাকে। তাই কাউকে গালিগালাজ করাটা ঠিক নয় বলেই মনে করেন সিরাজ।

 

Next Article