
নয়াদিল্লি : চলতি বছরে ভারতের মাটিতে বসবে ওডিআই বিশ্বকাপের (ICC Men’s Cricket World Cup 2023) আসর। ১৬তম আইপিএলের (IPL 2023) মাঝে ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার রবি শাস্ত্রীর (Ravi Shastri) কাছে জানতে চাওয়া হয় কোন ক্রিকেটারদের তিনি বিশ্বকাপের দলে দেখতে চান। আইপিএলের পারফরম্যান্সের দিক থেকে চার তরুণ ব্যাটারকে বেছে নেন শাস্ত্রী। তিনি ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে দেখতে চান তিন আনক্যাপড প্লেয়ার এবং জাতীয় দলের হয়ে খেলা তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়কে। এই আনক্যাপড প্লেয়ারের তালিকায় রয়েছেন কেকেআরের রিঙ্কু সিং। আর কোন ২ ক্রিকেটারকে ভারতের বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন শাস্ত্রী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দ্য আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক এপিসোডে রবি শাস্ত্রী বলেন, ‘ঋতুরাজ গায়কোয়াড়ের (ভারতীয় দলের হয়ে খেলেছেন) পাশাপাশি আমি তিলক ভার্মা, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংকে বেছে নেব।’ বিরাটদের প্রাক্তন হেড কোচ শাস্ত্রী মনে করেন, ভবিষ্যতে যশস্বী জয়সওয়াল ও রিঙ্কু সিংয়ের জুটি আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলবে। চলতি আইপিএলে ভালো ছন্দে রয়েছেন রাজস্থানের যশস্বী। তাঁকে ওডিআই বিশ্বকাপের দলে রাখা নিয়ে শাস্ত্রী বলেন, ‘যশস্বী এই মরসুমে এমন খেলছে তার জন্যই ওকে দলে নেওয়া যেতে পারে। গত মরসুমে ওকে যেমন দেখেছিলাম, সেখান থেকে ও যেভাবে নিজের খেলার উন্নতি করেছে তা বেশ চোখে পড়ার মতো। ও নিজের খেলা খুঁটিয়ে দেখেছে। তারপর নিজেকে সেই মতো তৈরি করেছে। ওর এই পরিবর্তনটা বেশ ভালো দেখা যাচ্ছে।’
রিঙ্কুকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘রিঙ্কুকে যতবার দেখি তত মুগ্ধ হয়ে যাই। যশস্বী, রিঙ্কু দু’জনের উঠে আসাটা বেশ কষ্টকর। ওরা প্রচুর পরিশ্রমী। কোনও কিছু সহজে ওরা পায়নি।’ রিঙ্কু-যশস্বীর পাশাপাশি মুম্বইয়ের তিলক ভার্মারও প্রশংসা করেছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা রয়েছে। ও ব্যাট হাতে ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা এই আইপিএলেই দেখিয়েছে। যদি কোনও গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট থাকে তা হলে এই তরুণ ক্রিকেটাররা সুযোগ পেতে পারে।’