Virat Kohli-Anushka Sharma Dance: অনুষ্কার সঙ্গে নাচতে গিয়ে চোট বিরাটের, IPL এ খেলা চালিয়ে যেতে পারবেন তো কোহলি?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 24, 2023 | 3:27 PM

RCB, IPL 2023: আইপিএলের ডাবল হেডারে ২৩ এপ্রিল রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৭ রানে হারিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি। গ্যালারিতে আরসিবির খেলা দেখতে গিয়েছিলেন বিরাট কোহলির স্ত্রী, তথা বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ম্যাচের মধ্যে মাঠ থেকেই অনুষ্কার দিকে ফ্লাইং কিস দিতেও দেখা যায় বিরাটকে।

Virat Kohli-Anushka Sharma Dance: অনুষ্কার সঙ্গে নাচতে গিয়ে চোট বিরাটের, IPL এ খেলা চালিয়ে যেতে পারবেন তো কোহলি?
Virat Kohli-Anushka Sharma Dance: অনুষ্কার সঙ্গে নাচতে গিয়ে চোট বিরাটের, IPL এ খেলা চালিয়ে যেতে পারবেন তো কোহলি?

Follow Us

বেঙ্গালুরু : আইপিএলে (IPL 2023) বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবির নিয়মিত অধিনায়ক ফাফ ডু’প্লেসি গত ২টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেননি। তাঁর জায়গায় আরসিবির শেষ ২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। পরপর ২টি ম্যাচে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবি-বিকেলে ঘরের মাঠে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির খেলা দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন বিরাট কোহলির স্ত্রী, তথা বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ম্যাচের মধ্যে মাঠ থেকেই অনুষ্কার দিকে ফ্লাইং কিস দিতেও দেখা যায় বিরাটকে। বিরুষ্কা জুটি বরাবরই দর্শকদের মন জয় করে নিয়েছে। নাচ করার সুযোগ পেলে এক পায়ে খাড়া হয়ে যান ভারতের প্রাক্তন অধিনায়ক। মাঠ হোক বা মাঠের বাইরে কোহলি নাচ করলেই তা সুপার ডুপার হিট। আজ, সোমবার বিরাটের সঙ্গে একটি নাচের ভিডিয়ো ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে দেখা গিয়েছে নাচতে গিয়ে বিরাটের পায়ে চোট লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরুষ্কার পঞ্জাবি গানের তালে নাচের সেই ভিডিয়ো। বিরাটের পায়ে চোট লাগতে দেখে, তারপর থেকে প্রশ্ন উঠছে আইপিএলের বাকি মরসুমে তা হলে কি পাওয়া যাবে না কোহলিকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অনুষ্কা যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, পঞ্জাবি গায়ক শুভের একটি গানের তালে জিমের মধ্যে নাচ করছেন বিরাট ও তিনি। দু’জনের জিমে এন্ট্রিও ছিল বেশ নজরকাড়া। ক্যাপশনে অনুষ্কা লেখেন, ‘ডান্স পে চান্স’। একইসঙ্গে তিনি লেখেন, ভিডিয়োটি করেছেন বিরাটের আরসিবির সতীর্থ সিদ্ধার্থ কৌল। দু’জনে হাসি মুখে নাচ করতে থাকেন। হঠাৎই বিরাট পায়ে হাত দিয়ে সরে যান। তাঁকে দেখে মনে হয়, পায়ের পেশিতে হঠাৎ টান লাগে বিরাটের। তবে তাঁর যে চোট লাগেনি তা বোঝা গিয়েছে অনুষ্কাকে দেখে। কারণ, বিরাটকে দেখে হেসে গড়িয়ে যেতে দেখা যায় মিসেস কোহলিকে।

ইতিমধ্যেই এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কমেন্টের বন্যা বইছে। অনেকেই ‘বিরুষ্কা’ জুটির নাচের প্রশংসা করেছেন। অনেকেই এই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘দলে তো তিনজন ব্যাটার রয়েছেন। ফলে একজন যদি চোট পেয়েও যান, তা হলে কে খেলব।’ এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি এই ভিডিয়োটি দেখেছেন ৬.৫ মিলিয়ন ইন্সটাগ্রাম ব্যবহারকারী।

 

 

Next Article