MLC 2023: ব্র্যাভোর ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি, MLC-র সবচেয়ে বড় ছয়; তাও জিতল না সুপার কিংস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 17, 2023 | 1:47 PM

Dwayne Bravo, MLC: উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো। এমএলসির এক ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে লম্বা ছক্কা হাঁকিয়েছেন ব্র্যাভো।

MLC 2023: ব্র্যাভোর ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি, MLC-র সবচেয়ে বড় ছয়; তাও জিতল না সুপার কিংস
ব্র্যাভোর ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি, MLC-র সবচেয়ে বড় ছয়; তাও জিতল না সুপার কিংস
Image Credit source: Texas Super Kings Twitter

Follow Us

কলকাতা: হইহই করে চলছে মার্কিন মুলুকের নতুন টি-২০ লিগ। এমএলসির প্রতি ম্যাচেই থাকছে চমক। এ বার টেক্সাস সুপার কিংসের ম্যাচে দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (Major League Cricket) সবচেয়ে বড় ছয়। ৫টি চার, ৬টি ছয় দিয়ে অপরাজিত ৭৬ রান… তারপরও ক্যারিবিয়ান সুপারস্টার ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) দলকে জেতাতে পারলেন না। কিন্তু মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণে সবচেয়ে বড় ছয় মারা প্রথম ক্রিকেটার হয়েছেন ব্র্যাভো। তাঁর ১০৬ মিটার দীর্ঘ ছক্কা এখন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে ডিজে ব্র্যাভোর ওই ছয় মারার ভিডিয়ো। এমএলসির পক্ষ থেকেও বলা হচ্ছে, ওই বল কি চাঁদে চলে গেল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এমএলসিতে ব্র্যাভোর ক্লাসিক ইনিংসের দিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন ফ্রিডম। প্রথম ব্যাটিং করে তারা ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৩ রান। ওয়াশিংটনের হয়ে অজি তারকা ম্যাথিউ শর্ট ৮০ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। টেক্সাস সুপার কিংসের হয়ে ২টি উইকেট তুলে নেন ২২ বছর বয়সি প্রোটিয়া ক্রিকেটার জেরাল্ড কোয়েটজি। সুপার কিংসের হয়ে ১টি করে উইকেট পান মিচেল স্যান্টনার, মহম্মদ মহসিন ও ডোয়েন ব্র্যাভো।

মেজর লিগ ক্রিকেটে দ্বিতীয় জয়ের জন্য টেক্সাস সুপার কিংসকে তুলতে হত ১৬৪ রান। প্রথম ওভারেই ওপেনার ডেভন কনওয়ের উইকেট তুলে নেন মার্কো জ্যানসেন। টিএসকের ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসির ব্যাটও সেই অর্থে চলেনি। ১৪ রানে তিনি ফেরেন। পাওয়ার প্লে-র পরের ওভারে ডেভিড মিলারের উইকেট হারায় সুপার কিংস। ৫০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে সুপার কিংস। সাত নম্বরে ডোয়েন ব্র্যাভো দলকে উদ্ধার করার কাজে নেমে পড়েন। তিনি ব্যাটিং করার সময় ১৮তম ওভারে বল করতে আসেন প্রোটিয়া তারকা অনরিখ নর্টজে। ওই ওভারের দ্বিতীয় বলে ১০৬ মিটারের ছক্কা হাঁকান ব্র্যাভো। সেটিই এ বারের এমএলসি-র সবচেয়ে বড় ছয়।

ডিজে ব্র্যাভো ৭৬ রানে অপরাজিত থাকার পরও ম্যাচ জিততে পারেনি টেক্সাস সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে টিএসকে। ফলে মাত্র ৬ রানে ম্যাচ জিতে নেয় ওয়াশিংটন ফ্রিডম।

Next Article