AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শেষ দিনও মরিয়া লড়াই, ক্রিকেট ডার্বি অমীমাংসিতই; মোহনবাগানের ৮ পয়েন্ট

East Bengal vs Mohun Bagan Cricket Derby: দ্বিতীয় ইনিংসে চোখ ধাঁধানো পারফরম্যান্স ঈশান পোড়েলের। দ্বিতীয় ইনিংসে ইস্টবেঙ্গলকে ১৬৯ রানে অলআউট করে মোহনবাগান। ৪ উইকেট নেন ঈশান পোড়েল। ঈস্টবেঙ্গলের হয়ে হাফসেঞ্চুরির ইনিংস সৌরভ পালের (৫৮)। সরাসরি জয়ের জন্য টি-টোয়েন্টি মেজাজে খেলতে হত। দ্বিতীয় ইনিংসে মোহনবাগান সেটাই করে। মাত্র ১৩ ওভারে ১ উইকেটে ৯৪ রান তোলে মোহনবাগান। দু-ইনিংসেই মোহনবাগানকে ভরসা দেন সুদীপ ঘরামি।

শেষ দিনও মরিয়া লড়াই, ক্রিকেট ডার্বি অমীমাংসিতই; মোহনবাগানের ৮ পয়েন্ট
Image Credit source: CAB, EAST BENGAL
Follow Us:
| Updated on: Dec 29, 2023 | 7:34 PM

কলকাতা: সিএবি প্রথম ডিভিশন লিগের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। ক্রিকেট ডার্বি ঘিরেও উন্মাদনা তুঙ্গে। তিন দিনের ম্যাচও যে রোমাঞ্চকর হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ছিল। হলও তাই। দু-দলই সরাসরি জয়ের চেষ্টায়। শেষ অবধি অমীমাংসিতই থাকল ক্রিকেটের বড় ম্যাচ। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ায় কিছুটা অ্যাডভান্টেজ ছিল মোহনবাগান। দ্বিতীয় ইনিংসেও তারা ইস্টবেঙ্গলকে অলআউট করে। এই ম্যাচের দশ পয়েন্টের মধ্যে ৮ পয়েন্ট পেল মোহনবাগান, বাকি ২ পয়েন্ট ইস্টবেঙ্গলের ঝুলিতে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইডেন গার্ডেন্সে ম্যাচ হওয়ায় তিনদিনেও ফয়সালা হওয়ার সম্ভাবনা ছিল। তার অন্যতম কারণ, ঘাসের পিচ। অন্তত দিনের শুরুতে পেসারদের জন্য সুযোগ থাকবে, এ আর নতুন কী! টস জিতে ইস্টবেঙ্গলকে তাই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল মোহনবাগান। প্রথম ইনিংসে ইস্টবেঙ্গল অলআউট ১৭৪ রানেই। মোহনবাগান প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড নেয়। যদিও খুব বেশি এগোতে পারেনি তারা। ১৮৯ রানেই শেষ হয়েছিল মোহনবাগানের প্রথম ইনিংস।

প্রথম ইনিংসে মোহনবাগান পেসারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রোহিত কুমার। ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে চোখ ধাঁধানো পারফরম্যান্স ঈশান পোড়েলের। দ্বিতীয় ইনিংসে ইস্টবেঙ্গলকে ১৬৯ রানে অলআউট করে মোহনবাগান। ৪ উইকেট নেন ঈশান পোড়েল। ঈস্টবেঙ্গলের হয়ে হাফসেঞ্চুরির ইনিংস সৌরভ পালের (৫৮)। সরাসরি জয়ের জন্য টি-টোয়েন্টি মেজাজে খেলতে হত। দ্বিতীয় ইনিংসে মোহনবাগান সেটাই করে। মাত্র ১৩ ওভারে ১ উইকেটে ৯৪ রান তোলে মোহনবাগান। দু-ইনিংসেই মোহনবাগানকে ভরসা দেন সুদীপ ঘরামি। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন সুদীপ।