নয়াদিল্লি: লোকেশ রাহুল (KL Rahul) আর শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে এশিয়া কাপের (Asia Cup 2023) টিম ঘোষণার পর থেকে বিতর্কের শেষ নেই। চোট প্রবণতার কারণে গত কয়েক মাস ধরেই টিমে ছিলেন না তাঁরা। বিশ্বকাপের (World Cup 2023) ঠিক আগে তাঁদের টিমে নেওয়া হল কেন, তা নিয়ে বিতর্ক তুলে দিয়েছিলেন অনেকেই। রাহুল কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে প্রমাণ করে দিয়েছেন তাঁর ফর্ম ও ফিটনেস। শ্রেয়সকে নিয়ে প্রশ্নের শেষ নেই। এশিয়া কাপের প্রথম ম্যাচে খেললেও বাকি ম্যাচে তাঁকে খেলানো যায়নি। চোটের কারণে বাদ পড়েছিলেন। রোহিত সম্প্রতি বলেছেন, ৯৯ শতাংশ ফিট শ্রেয়স। দ্রুত মাঠে ফিরবেন। তবু থেকে যাচ্ছে প্রশ্ন। আর সেই প্রশ্ন জোরাল ভাবে তুলে ধরেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই গম্ভীরকে এ বার পাল্টা দিলেন কপিল দেব (Kapil Dev)। কী বললেন ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপজয়ী টিমের নেতা? TV9Bangla Sportsএ বিস্তারিত।
গম্ভীর বলেছেন, ‘এটা কিন্তু ভাবার বিষয়। একজন প্লেয়ার দীর্ঘ সময় টিমের বাইরে ছিল। এশিয়া কাপে সে আবার টিমে ফিরেছে। একটা ম্যাচ খেলেই আবার আনফিট হয়ে পড়েছে। আমার মনে হয় না, এর পর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে টিম ম্যানেজমেন্টের ওকে নেওয়া উচিত। নিশ্চিত ভাবেই কেউ না কেউ ওর জায়গা নেবে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সব সময় ফিট প্লেয়ারকেই নেওয়া উচিত। টিমে জায়গা পাওয়ার পর যদি কারও চোট হয়, তা হলে কিন্তু বিকল্প নেওয়া যাবে না। এতেই শেষ নয়, শ্রেয়সের ফর্ম কেমন, তাও কিন্তু জানা নেই।’
গম্ভীর বরাবরই চাঁচাছোলা কথা বলতে ভালোবাসেন। সেই মতোই সমালোচনা করেছেন শ্রেয়সের। কিন্তু গম্ভীরের এই যুক্তি কোনও ভাবেই মানছেন না কপিল। দেশের মাঠে বিশ্বকাপে ভারতকেই ফেভারিট ধরছেন প্রাক্তন ক্যাপ্টেন। সেই সঙ্গে তিনি বলে দিচ্ছেন, ‘শ্রেয়স আইয়ারকে নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক লোক আমি নই। নির্বাচকরা তাঁদের কাজ করেন। এটুকু বলতে পারি, কোনও একজন প্লেয়ারের দিকে আঙুল তোলা কিন্তু খুব সহজ কাজ।’
এশিয়া কাপে খেলতে না পারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ওয়ান ডে ম্যাচের সিরিজে রাখা হয়েছে শ্রেয়সকে। বিশ্বকাপের আগে খুব স্বাভাবিক ভাবেই তাঁর ফর্ম দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। কোনও ভাবে যদি নিরাশ করেন তিনি, তা হলে বিকল্প নেওয়ার কথা ভাবতে শুরু করবে রোহিত শর্মার টিম।