কলকাতা: জয়ের ধারা বজায় রাখল বাংলা ক্রিকেট দল। গ্রুপ পর্বে গোয়াকে হেলায় হারাল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। এই জয়ের সুবাদে নক আউটের পথে পা বাড়িয়ে রাখল বাংলা। ৫ ম্যাচে সুদীপ ঘরামিদের ঝুলিতে এখন ১৬ পয়েন্ট। গোয়ার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। আকাশদীপ-মহম্মদ কাইফদের আগুনে পেস আর শাহবাজ-করণ লালের ঘূর্ণিতে ১০৬ রানেই শেষ হয়ে যায় গোয়ার ইনিংস। এই ম্যাচ জয়ের পর আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাংলা। বারবারই ট্রফির কাছাকাছি পৌঁছে খেতাব হাতছাড়া করেছে বঙ্গব্রিগেড। মরসুমের শুরুতেই মুস্তাক আলিতে ব্যর্থ হয় বাংলা দল। সেখান থেকে শিক্ষা নিয়েই বিজয় হাজারে ট্রফিতে খেলতে গিয়েছেন সুদীপ ঘরামিরা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শুরু থেকেই গোয়ার বিরুদ্ধে বল হাতে দাপট দেখাতে শুরু করেন বাংলার দুই পেসার আকাশদীপ আর মহম্মদ কাইফ। সর্বোচ্চ ৩৪ রানে অপরাজিত থাকেন দীপরাজ গোয়ানকার। ২৮.৪ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় গোয়ার ইনিংস। আকাশদীপ আর কাইফ দু’জনেই নেন তিনটি করে উইকেট। বাংলার দুই স্পিনার শাহবাজ আহমেদ আর করণ লাল নেন দুটি করে উইকেট। সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর গোয়ার হয়ে খেলেন। ব্যাট হাতে ব্যর্থ। করণ লালের বলে শূন্য রানে আউট হন অর্জুন। বল হাতে ১ উইকেট নিলেও ইকোনমি ৬-এর ওপর।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন বাংলার ওপেনার শাকির হাবিব গান্ধী। ৬৮ বলে ৪৮ রান করেন শাকির গান্ধী। ২০ রানে আউট হন অভিষেক পোড়েল। অধিনায়ক সুদীপ ঘরামি আর শাহবাজ আহমেদ বাকি রান তুলে বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন শাহবাজ। ১৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সুদীপ। মঙ্গলবার পঞ্জাবের বিরুদ্ধে বাংলার পরবর্তী ম্যাচ। মনদীপ সিং, হরপ্রীত ব্রারদের হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে চান সুদীপরা। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা নিজের লক্ষ্যে সচেষ্ট। জয়ের ট্র্যাকে থাকা বঙ্গ শিবির শেষ পর্যন্ত কাপ আর ঠোঁটের ফারাক ঘোচাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে বাংলার ক্রিকেটমহল।