Snehasish Ganguly: গাঙ্গুলি বাড়িতে নতুন বউ, দ্বিতীয় বিয়ে করছেন সৌরভের দাদা স্নেহাশিস
Sourav Ganguly Brother's Marriage: বাংলা ক্রিকেটে অতি পরিচিত নাম স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হয়তো তিনি না থাকলে ভারতীয় ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কেই পেত না। স্নেহাশিসের কিট ব্যবহার করেই ক্রিকেট খেলতেন সৌরভ। বাংলার শেষ রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য সৌরভ। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চোট থাকায় ফাইনালে সুযোগ পান সৌরভ।
দ্বিতীয় বার বিয়ে করতে চলেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বাংলার প্রাক্তন ক্রিকেটার। বর্তমানে বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি। বাংলা ক্রিকেট মহলে পরিচিত রাজ নামেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস ৫৯ বছরে জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছে। আগামী কাল অর্থাৎ রবিবার রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার কথা। অগস্টে ঘটা করে অনুষ্ঠান করা হতে পারে বলে সূত্রের খবর। পাত্রীর নাম অর্পিতা চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের বান্ধবী। এত দিন একসঙ্গে থাকতেন বলেই খবর। তবে বিয়ে হয়নি। এই সম্পর্ককে এ বার বিয়ের পরিণতি দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা।
বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস অবশ্য বেহালার পৈতৃক বাড়িতে থাকেন না। সামনেই একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন স্নেহাশিস ও তাঁর বান্ধবী। অর্পিতা সম্পর্কে যেটুকু জানা গিয়েছে, তিনি একজন ব্যবসায়ী। স্নেহাশিস ও অর্পিতা দু-জনেরই প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল। এর পরই নতুন সম্পর্ক শুরু হয়। বন্ধুত্বের সম্পর্ক গড়াতে চলেছে বিয়েতে। স্নেহাশিস কিংবা অর্পিতা কেউই নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি। নতুন সিদ্ধান্তটা তারই অন্যতম প্রমাণ।
বাংলা ক্রিকেটে অতি পরিচিত নাম স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হয়তো তিনি না থাকলে ভারতীয় ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কেই পেত না। স্নেহাশিসের কিট ব্যবহার করেই ক্রিকেট খেলতেন সৌরভ। বাংলার শেষ রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য সৌরভ। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চোট থাকায় ফাইনালে সুযোগ পান সৌরভ। প্রথম শ্রেনির ক্রিকেটে সেটিই ছিল সৌরভের অভিষেক ম্যাচ। আর অভিষেকেই চ্যাম্পিয়ন দলের সদস্য।
স্নেহাশিসের ক্রিকেট কেরিয়ার অবশ্য খুব বেশি এগোয়নি। ব্যবসা এবং ক্রিকেট প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন। ব্যক্তিগত জীবনে অবশ্য় অস্বস্তিও রয়েছে। প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় স্নেহাশিসের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগও করেছিলেন। সেই সম্পর্ক ভেঙে যায়। এ বার জীবনের বাইশগজে নতুন ইনিংস শুরুর পথে মহারাজের দাদা রাজ।