IND vs AFG Preview: সেমিফাইনালে বিধ্বংসী অভিষেক শর্মাদের চ্যালেঞ্জ অটল ও আফগান বোলিং!
India A vs Afghanistan Semi-Final: যিনিই সুযোগ পাচ্ছেন, ভরসা দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। এরপর আরব আমির শাহি এবং ওমানকে হারিয়ে সেমিফাইনাল। এ বার লড়াই কঠিন। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান।
এমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম এমার্জিং এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রত্যাশা মতোই পারফর্ম করছেন ভারত এ দলের আইপিএল তারকারা। অভিষেক শর্মা, ক্যাপ্টেন তিলক ভার্মা, অংশুল কম্বোজ, রশিক সালাম দার, আয়ুষ বাদোনি, রমনদীপ সিং। যিনিই সুযোগ পাচ্ছেন, ভরসা দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। এরপর আরব আমির শাহি এবং ওমানকে হারিয়ে সেমিফাইনাল। এ বার লড়াই কঠিন। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান।
আফগানিস্তান এ দল অবশ্য গ্রুপে তিনটির মধ্যে দুটি ম্যাচ জিতেছে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে আফগান টিম বরাবরই ভয়ঙ্কর। সেটা তাদের এ টিমই হোক আর সিনিয়র টিম। এমার্জিং এশিয়া কাপে অনেকেই আফগানিস্তান এ টিমে রয়েছেন যাঁরা সিনিয়র দলের হয়েও খেলেছেন। যেমন করিম জানাত, কোয়েস আহমেদ, দারউইশ রাসুলি, আল্লাহ গজনফর। এমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন সিদ্দিকুল্লা অটল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগানিস্তান এ টিমের দুই ওপেনারই হাফসেঞ্চুরি করেছিলেন। এর মধ্যে অটল করেছিলেন ৪৬ বলে ৮৩ রান! মাত্র ২টি বাউন্ডারি, ছয় মেরেছিলেন ৭টি। বাংলাদেশের বিরুদ্ধে ৫৫ বলে অপরাজিত ৯৫ রান করেছিলেন আফগান ওপেনার অটল। হংকংয়ের কাছে আফগানরা হারলেও ৪১ বলে ৫২ রান করেছিলেন সিদ্দিকুল্লা অটল। ভারতের বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ হবে তাঁকে শুরুতেই ফেরানো। আফগানিস্তানের বোলিং আক্রমণও প্রশংসনীয়। বিশেষ করে বলতে হয় লেগস্পিনার কোয়েস আহমেদের কথা। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেরও অভিজ্ঞতা রয়েছে।
ভারতীয় দলের মূল চিন্তা আত্মতুষ্টি। গ্রুপের সব ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী ভারত। সেটা অতিরিক্ত হয়ে গেলে মুশকিল। অভিজ্ঞতার দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। অভিষেক শর্মা, আয়ুষ বাদোনি, তিলক ভার্মারা যেমন আইপিএলে তারকা তেমনই আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন। বোলিংয়ে ভারতের বিকল্পও প্রচুর। সেটাই স্বস্তির জায়গা। তবে গ্রুপের ম্যাচ এবং নকআউট সব সময়ই আলাদা। এই চ্যালেঞ্জটাই পেরনো লক্ষ্য ভারতের সামনে।
ভারত এ বনাম আফগানিস্তান এ, সন্ধে ৭টা, ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচার