
গ্রুপ পর্বে তিনটির মধ্যে সবক’টিই জয়। গ্রুপের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিশাল ব্যবদানে হারানো। গ্রুপ সেরা হয়েই এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। শেষ চারে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। টুর্নামেন্টটি নামে এমার্জিং এশিয়া কাপ। তরুণ প্রতিভাদের দেখে নেওয়ার সুযোগ। বাংলাদেশের জন্য অবশ্য অনেকের পরীক্ষাও। এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালের বিস্তারিত রইল TV9Bangla Sports-এর প্রতিবেদনে।
দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা এ এবং পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ জিতেছিল পাকিস্তান। কিন্তু শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে তারা। শ্রীলঙ্কা গ্রুপ পর্বে অনবদ্য পারফর্ম করেছে। তাদের দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বেশ কয়েকজন রয়েছেন। অভিষ্কা ফার্নান্ডো, চামিকা করুণারত্নে, দিমুথ ওয়েলেগা, আসেন বান্দারার মতো পরিচিত মুখ। শ্রীলঙ্কার গ্রুপে ছিল বাংলাদেশ এবং আফগানিস্তানও। শেষ অবধি এই তিন দলেরই পয়েন্ট একই ছিল। যদিও নেট রান রেটে এই গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
দ্বিতীয় সেমিফাইনালে ভারত-বাংলাদেশ। এমার্জিং এশিয়া কাপের পর রয়েছে সিনিয়রদের এশিয়া কাপ। অক্টোবরে ওয়ান ডে বিশ্বকাপ। বাংলাদেশ দল তাই বেশ কয়েকজনকে দেখে নিতে চাইছে। দীর্ঘদিন সিনিয়র দলের বাইরে সৌম্য সরকার। বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাঁকে এমার্জিং এশিয়া রাখা হয়েছে। তরুণ ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল হাসান জয়, মহম্মদ নইম, সইফ হাসানরা পরিচিত মুখ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন মাহমুদুল হাসান জয়।
টুর্নামেন্টে এখনও অবধি দুর্দান্ত পারফরম্যান্স ভারতের। নতুন বলে ভরসা দিচ্ছেন হর্ষিত রানা, রাজবর্ধন হাঙ্গারকেকর। নেপালের বিরুদ্ধে নিয়েছিলেন ৩ উইকেট। পাকিস্তান ম্যাচে নেন পাঁচ উইকেট। তেমনই পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান করেছেন বাঁ হাতি ওপেনার সাই সুদর্শন। তার আগে নেপাল ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন। ভারতীয় দল অনবদ্য ছন্দে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অধিনায়ক যশ ধূল। ম্যাচ ধরেই এগনোর লক্ষ্য।
ভারত বনাম বাংলাদেশ, সেমিফাইনাল, দুপুর ২টো, স্টার স্পোর্টস ও ফ্যানকোডে সরাসরি সম্প্রচার