England vs Australia, Ashes: স্টোকসের রূপকথার মাঠ, দশ বছরে প্রথম লিয়ঁকে ছাড়া নামছে অজিরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 06, 2023 | 7:00 AM

Ashes, ENG vs AUS, LEEDS: দু-দলের বোলিং আক্রমণেই পরিবর্তন দেখা যাবে। নাথান লিয়ঁ না থাকায় অস্ট্রেলিয়ার একাদশে টড মার্ফি ঢুকছেন। ভারত সফরে টেস্ট অভিষেক হয়েছিল মার্ফির।

England vs Australia, Ashes: স্টোকসের রূপকথার মাঠ, দশ বছরে প্রথম লিয়ঁকে ছাড়া নামছে অজিরা
Image Credit source: Cricket Australia

Follow Us

লিডস: প্রত্যাশা ছিল অন্যরকম, হয়েছে উল্টো। অ্যাসেজ সিরিজ শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়া। তেমনই বাজবলে কাঁপাচ্ছে ইংল্যান্ড। অ্যাসেজ শুরুর আগেও ইংল্যান্ড অধিনায়ক পরিষ্কার করে দিয়েছিলেন, এই সিরিজের জন্য পরিকল্পনায় কোনও বদল হবে না। সিরিজে ২-০ পিছিয়ে ইংল্যান্ড। বেন স্টোকসের রূপকথার মাঠে আজ শুরু ইংল্যান্ডের প্রত্যাবর্তনের লড়াই। সিরিজে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার জন্য কিছুটা হতাশার, নাথান লিয়ঁকে পাওয়া যাবে না। দশ বছরে এই প্রথম লিয়ঁকে ছাড়া কোনও টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এজবাস্টন, লর্ডসের পর এ বার লিডস। হেডিংলির এই মাঠেই রূপকথার ইনিংস রয়েছে বেন স্টোকসের। ঘরের মাঠে ২০১৯ অ্যাসেজ সিরিজে অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন বেন স্টোকস। লর্ডসেও চোখ ধাঁধানো একটা ইনিংস খেলেছেন গত ম্যাচে। যদিও জিতে মাঠ ছাড়তে পারেননি। এর জন্য জনি বেয়ারস্টোর সচেতনার অভাবকেও দায়ী করা যায়। ক্যামেরন গ্রিনের স্লো বাউন্সারে ডাক করেছিলেন। ক্রিজ ছেড়ে বেরোতেই উইকেটে বল ছুড়ে দেন অ্যালেক্স ক্যারি। সেই আউট নিয়েই যাবতীয় বিতর্ক। অস্ট্রেলিয়ার স্পোর্টসম্যান স্পিরিট নিয়েও প্রশ্ন তোলে ইংল্যান্ড শিবির।

লিডস টেস্টের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স পরিষ্কার করে দিয়েছেন, সুযোগ পেলে এমন আউট আবারও করবেন। জনি বেয়ারস্টোর ঘরের মাঠ হেডিংলি। এই ম্যাচে ইংল্যান্ড শিবিরের পাশাপাশি তাঁরও ঘুরে দাঁড়ানোর ম্যাচ। গত ম্যাচের বিতর্ক ভুলে ব্যাটিং-কিপিংয়ে মনসংযোগ করাই লক্ষ্য বেয়ারস্টোর। এই ম্যাচে দু-দলের বোলিং আক্রমণেই পরিবর্তন দেখা যাবে। নাথান লিয়ঁ না থাকায় অস্ট্রেলিয়ার একাদশে টড মার্ফি ঢুকছেন। ভারত সফরে টেস্ট অভিষেক হয়েছিল মার্ফির। নাগপুরে অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন মার্ফি। সব মিলিয়ে মাত্র ৪টি টেস্ট খেলে উইকেট নিয়েছেন ১৪টি।

ইংল্যান্ড একাদশে একাধিক পরিবর্তন। লিডস টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে জিমি অ্যান্ডারসন এবং জশ টংকে। ওলি পোপের চোট। একাদশে ঢুকছেন মইন আলি, ক্রিস ওকস এবং মার্ক উড। পোপের ব্যাক আপ হিসেবে স্কোয়াডে যোগ করা হয়েছে ড্যান লরেন্সকে।

Next Article