ভারত সফরে টেস্ট সিরিজে হতাশার পারফরম্যান্স। হতাশা সঙ্গী হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও। লন্ডন ওভালে ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলেও ছাপ ফেলতে ব্যর্থ ওপেনার ডেভিড ওয়ার্নার। অ্যাসেজ সিরিজেও এর অন্যথা হচ্ছে না। হাতে গোনা ইনিংসে সেট হতে পেরেছেন। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর উইকেটের পাশে যেন আগে থেকেই স্টুয়ার্ট ব্রডের নাম লেখা থাকছে। লিডস টেস্টের পর থেকেই গুজব চলছিল, অবসর নিতে পারেন ওয়ার্নার। তেমনই অ্যাসেজ সিরিজের শেষ ম্যাচের আগেও এমন পরিস্থিতি। ওয়ার্নার নিজে কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বৃহস্পতিবার থেকে ওভালে অ্যাসেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। ম্যাঞ্চেস্টারে চতুর্থ ম্যাচটি ড্র হয়। সিরিজের প্রথম দুটি টেস্ট জিতে ২-০ এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। লিডসে জেতে ইংল্যান্ড। সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে। সিরিজ হারের আতঙ্ক নেই। বরং শেষ ম্যাচ জিতে সিরিজও দখলে করতে পারে অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য পূরণ করতে হলে ওপেনারদের থেকে ভালো পারফরম্যান্স চাই। বিশেষ করে বলতে ডেভিড ওয়ার্নারের কথা। কেরিয়ারের সায়াহ্নে রয়েছেন। হয় পারফর্ম করা, নয়তো সসম্মানে সরে যাওয়া। এই দুই পথই খোলা তাঁর কাছে। এখন বাদ পড়লে আর যে টেস্ট দলে ফেরা যাবে না, ভালো ভাবেই জানেন ওয়ার্নার। সম্ভবত সেখান থেকেই জল্পনা, ওভাল টেস্টেই অবসর নিতে চলেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ওয়ার্নার বলছেন, ‘এমন কোনও পরিকল্পনা নেই। এমন কোনও সিদ্ধান্ত নিইনি। তাই ঘোষণাও করছি না। নেটে পরিশ্রম করছি। যদি খেলার সুযোগ পাই, সেরাটা দিয়ে অ্যাসেজ সিরিজ জেতার চেষ্টাই করব। অ্যাসেজ সিরিজে শেষ বার যখন ইংল্যান্ডে খেলেছিলাম, সিরিজ ড্র হয়েছিল। এ বার অ্যাসেজ জেতাই লক্ষ্য।’
ওয়ার্নারের পাশাপাশি স্টিভ স্মিথকে নিয়েও এমন জল্পনা চলছে। যা শুনে হাসি আটকে রাখতে পারলেন না ওয়ার্নার। বলেন, ‘এটা রসিকতা হতে পারে। এসব জল্পনা খুব সিরিয়াসলি নিই না।’