England vs Australia, Ashes: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া রেকর্ড গড়ার ম্যাঞ্চেস্টার টেস্ট শুরু আজ
Ashes, ENG vs AUS, Manchester: সিরিজ জিইয়ে রাখার ম্যাচ ইংল্যান্ডের। গত বছর থেকে বাজবল স্টাইলেই ১৬ ম্যাচের মধ্যে ১২টি টেস্ট জিতেছিল ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে জিতে সিরিজ ২-২ করাই লক্ষ্য।
পরিসংখ্যান বলছে ১৯৮১ সালের পর ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জেতেনি ইংল্যান্ড। তা নিয়ে অবশ্য চিন্তিত নন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। পরিসংখ্যান তো বদলাতেই পারে! সিরিজের শুরুতে মনে হয়নি ইংল্যান্ড এমন বেকায়দায় থাকবে। তাও আবার ঘরের মাঠেই। গত বছর বিধ্বংসী ফর্মে ছিল ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটকে নতুন দিশা দেখিয়েছে তাদের বাজবল। কিন্তু অ্যাসেজের প্রথম দু-ম্যাচে ফ্লপ এই খেলার স্টাইল। আজ শুরু সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দীর্ঘ ১০ দিনের বিরতি কাটিয়ে ফিরছে অ্যাসেজ। এজবাস্টনে প্রথম টেস্ট সহজেই জিতেছিল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে অনবদ্য লড়াই বেন স্টোকসের। যদিও হার বাঁচাতে পারেননি। ২-০ এগিয়ে গিয়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। লিডসে অনবদ্য কামব্যাক ইংল্যান্ডের। হেডিংলিতে গত অ্যাসেজেও মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন বেন স্টোকস। এ বার তেমনই একটা ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। সিরিজ এখন অস্ট্রেলিয়ার পক্ষে ২-১ পরিস্থিতিতে দাঁড়িয়ে।
অপেক্ষা শেষের চেষ্টায় অজি শিবির। ২০০১ সালের পর ইংল্যান্ডে অ্যাসেজ সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া। এ বার প্রয়োজন একটি জয়। ম্যাঞ্চেস্টারে জিতলেই অ্যাসেজ অস্ট্রেলিয়ার। সিরিজে ০-২ পিছিয়ে পড়েও কামব্যাকের পরিসংখ্যান রয়েছে ইংল্যান্ডের পক্ষে। যদিও তা ইতিহাস। সেই ১৯৩৬-৩৭ অ্যাসেজ সিরিজের ঘটনা। ২-০ এগিয়ে থেকেও অ্যাসেজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। সে সময় অজি দলে ছিলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান।
ইংল্যান্ডের অন্য দল হলে হয়তো ০-২ থেকে সিরিজে জেতার স্বপ্ন দেখা বারণ হত। কিন্তু বেন স্টোকসের এই দল অনেক ম্যাচেই রূপকথা গড়েছে। সে কারণেই পুরোপুরি স্বস্তিতে নেই অজি শিবির। ম্যাঞ্চেস্টারের আবহাওয়া এবং পরিবেশ, পরিস্থিতি পেসারদের জন্য আদর্শ। সে কারণেই চতুর্থ টেস্টে কোনও বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই নামছে অস্ট্রেলিয়া। একাদশে দু-জন পেস বোলিং অলরাউন্ডার। সিরিজ জিইয়ে রাখার ম্যাচ ইংল্যান্ডের। গত বছর থেকে বাজবল স্টাইলেই ১৬ ম্যাচের মধ্যে ১২টি টেস্ট জিতেছিল ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে জিতে সিরিজ ২-২ করাই লক্ষ্য।