England vs Australia, Ashes: ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের হতাশা বাড়ল লাবুশেন ও বৃষ্টিতে
Ashes, ENG vs AUS, Manchester: শেষ দিনও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে! জয়ের জন্য ইংল্যান্ডের চাই আরও ৫ উইকেট। হার বাঁচাতে অস্ট্রেলিয়ার প্রয়োজন একটা দিন কাটানো।

চতুর্থ দিন আধডজন উইকেট নিতে পারলেই অ্যাসেজে সমতা ফেরাতে পারত ইংল্যান্ড। যদিও সেই পরিকল্পনা ভেস্তে গেল। ইংল্যান্ডের জোড়া হতাশা বৃষ্টি ও মার্নাস লাবুশেন। ম্যাঞ্চেস্টার টেস্টের চতুর্থ দিন মাত্র ৩০ ওভার খেলা হল। শতরানের ইনিংসে মার্নাস লাবুশেনের। ইংল্যান্ড শিবিরে আপাতত যদি আর কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এজবাস্টন টেস্ট জিতে অ্যাসেজ সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। তার আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অজিরা। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল অজি শিবির। এজবাস্টনের পর লর্ডসে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়। ২-০ এগিয়ে যায় প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। তবে হেডিংলিতে প্রত্যাবর্তন ইংল্যান্ডের। লর্ডসে বেন স্টোকস অনবদ্য ইনিংস খেললেও জয় আসেনি। হেডিংলিতে সিরিজ ১-২ করে তারা। লক্ষ্য এখন ম্যাঞ্চেস্টারে জিতে সিরিজ সমতায় ফেরানো।
চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩১৭ রানে। জবাবে ৫৯২-এর বিশাল স্কোর ইংল্যান্ডের। তৃতীয় দিন অজি শিবিরে প্রবল হতাশা। দ্বিতীয় ইনিংসে ১০৮ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্ক উডের বিধ্বংসী স্পেলে ব্যাকফুটে ছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন অনবদ্য ব্যাটিং মার্নাস লাবুশেনের। ১১১ রানের ইনিংস খেলেন তিনি। আরও বেশি ওভার খেলা হলে হয়তো অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারত ইংল্যান্ড।
চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ২১৪। অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে ৬১ রানে। শেষ দিনও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে! জয়ের জন্য ইংল্যান্ডের চাই আরও ৫ উইকেট। হার বাঁচাতে অস্ট্রেলিয়ার প্রয়োজন একটা দিন কাটানো।