England vs Australia, Ashes: স্পিনার ছাড়াই নামছে অজিরা! ম্যাঞ্চেস্টারের একাদশে হ্যাজলউড

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 18, 2023 | 9:14 PM

Ashes, ENG vs AUS, Manchester: লিডস টেস্টে জিতে অ্যাসেজে প্রাণ ফিরিয়েছে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ টেস্ট। এক দিন আগেই একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া।

England vs Australia, Ashes: স্পিনার ছাড়াই নামছে অজিরা! ম্যাঞ্চেস্টারের একাদশে হ্যাজলউড
Image Credit source: Cricket Australia

Follow Us

ম্যাঞ্চেস্টার টেস্টে অলআউট ঝাঁপাচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাসেজ সিরিজের প্রথম দু-ম্যাচ জিতে সিরিজে অজিরা ২-০ এগিয়ে ছিল। যদিও লিডস টেস্টে জিতে অ্যাসেজে প্রাণ ফিরিয়েছে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ টেস্ট। এক দিন আগেই একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। অল-পেস অ্যাটাক নামাচ্ছেন প্যাট কামিন্স। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চোটের কারণে এ বারের আইপিএলে শুরুর দিকে পাওয়া যায়নি অজি পেসার জশ হ্যাজলউডকে। টুর্নামেন্টের মাঝে আরসিবি একাদশে ফিরেছিলেন। যদিও প্রত্যাবর্তন দীর্ঘ মেয়াদী হয়নি। কয়েক ম্যাচ খেলেই দেশে ফিরে যান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অজি পেসার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্যও তাঁকে দলে রেখেছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় তাঁকে খেলানোর ঝুঁকি নেয়নি অজি টিম।

অ্যাসেজ সিরিজ এখন রুদ্ধশ্বাস পরিস্থিতিতে। লিডস টেস্টের আগে ছিটকে গিয়েছিলেন নাথান লিয়ঁ। পরিবর্তে খেলানো হয়েছিল আর এক অফস্পিনার টড মার্ফিকে। তেমনই ক্যামেরন গ্রিনের পরিবর্তে একাদশে ফিরেছিলেন পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ। প্রত্যাবর্তন টেস্টে সেঞ্চুরিও হাঁকান মার্শ। ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের অজি একাদশে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার।

প্রায় একদশক পর এই প্রথম কোনও টেস্টে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই নামছে অস্ট্রেলিয়া। একাদশে ফিরছেন ক্যামেরন গ্রিন এবং জশ হ্যাজলউড। বাদ পড়ছেন অফস্পিনার টড মার্ফি ও পেসার স্কট বোল্যান্ড। হেডিংলি টেস্টে হারের ফলেই একাদশে পরিবর্তনের ভাবনা অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং টিম ম্যানেজমেন্টের। ফর্ম খারাপ থাকলেও ব্যাটিংয়ে জায়গা ধরে রেখেছেন বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড

Next Article