অ্যাসেজ সিরিজে নতুন রেকর্ড স্টুয়ার্ট ব্রডের। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে রেকর্ড বুকে এই পেসার। লন্ডন ওভালে অনবদ্য পারফরম্যান্স স্টুয়ার্ট ব্রডের। কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক পেরিয়ে গিয়েছেন। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে ৬০০ বা তার বেশি উইকেটের নজির গড়েছিলেন। লন্ডন ওভালে আরও এক মাইলফলকে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অ্যাসেজ সিরিজ শেষ পর্যায়ে। সিরিজে ২-১ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টটি বৃষ্টিতে অমীমাংসিত থাকে। ইংল্যান্ডের কাছে সিরিজ জয়ের আর সুযোগ নেই। তবে অস্ট্রেলিয়ার অ্যাসেজ ধরে রাখার আনন্দ বিস্বাদ করতে প্রস্তুত ইংল্যান্ড শিবির। ওভালে প্রথম দিন অ্যাডভান্টেজ মনে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় দিন দারুণ কামব্যাক করেছে ইংল্যান্ড। এর জন্য কৃতিত্ব প্রাপ্য স্টুয়ার্ট ব্রডেরও।
ঐতিহ্যের অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলকে স্টুয়ার্ট ব্রড। ওভাল টেস্টে অজি ওপেনার উসমান খোয়াজা এবং মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেডকে ফিরিয়ে ইতিহাসে ব্রড। অ্যাসেজ সিরিজে ৪০টি ম্যাচ খেলেছেন ব্রড। এই দুই উইকেটের সৌজন্যে ১৫০-র মাইলফলক ছাপিয়ে গিয়েছেন। অ্যাসেজে এক ইনিংসে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ১৫ রান দিয়ে ৮ উইকেট। ৮ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।
অ্যাসেজের ইতিহাসে উইকেট নেওয়ার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ব্রড। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ৩৬ ম্যাচে ১৯৫ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা। ৩০ ম্যাচে তিনি নিয়েছিলেন ১৫৭ উইকেট।