লন্ডন: বিগ বেন, বিশাল শতরান হাঁকালেন। কার্যত ‘স্টোকস’ ব্যবধানেই জিতল ইংল্যান্ড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাল জয়। ৪ ম্যাচের সিরিজ শুরু হয়েছিল ইংল্যান্ডের হারে। তৃতীয় ওয়ান ডে জিতে সিরিজে ২-১ লিড নিল ইংল্যান্ড। ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। গত বিশ্বকাপে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর। এ বার ভারতে ওয়ান ডে বিশ্বকাপ। দেশের স্বার্থে এই ফরম্যাটে অবসর ভেঙে ফিরেছেন। কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে যে ইনিংস খেললেন, বিশ্বের সমস্ত বোলারদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ঠ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের প্রস্তুতি সারছে প্রতিটি দলই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ান ডে হারায় প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। সিরিজে মূলত নজরে বেন স্টোকস, জো রুট, জনি বেয়ারস্টো এবং তরুণ ওপেনার হ্যারি ব্রুক। প্রত্যেকের জন্য নানা কারণ রয়েছে। স্টোকস অবসর ভেঙে ফিরেছেন। জো রুট, বেয়ারস্টো এক বছরের বেশি সময় পর এই ফরম্যাটে দেশের জার্সিতে খেলছেন। হ্যারি ব্রুক বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ান ডে-তে সিরিজে শেষ মুহূর্তে সুযোগ। এই সিরিজে নজর কাড়তে পারলে বিশ্বকাপের স্কোয়াডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি মিলতে পারত। গত দু-ম্যাচে ব্যর্থতার জেরে এই ম্যাচে সুযোগই পেলেন না ব্রুক।
লন্ডন ওভালে টস জিতে ফিল্ডিং নিয়েছিল নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম বলেই জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দারুণ শুরু বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টের। অল্প সময়ের ব্যবধানে অভিজ্ঞ ব্যাটার জো রুটকেও ফেরান বোল্ট। তিন ম্যাচেই ভরসা দিতে ব্যর্থ রুট। এই ম্যাচে অবদান ৪ রান। তৃতীয় উইকেটে ওপেনার দাবিদ মালান-বেন স্টোকসের দাপট। জুটিতে ১৯৯ রান যোগ করেন মালান-স্টোকস। ওপেনার মালান অল্পের জন্য শতরান মিস করেন। ৯৬ রানেই শেষ তাঁর ইনিংস।
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পার্থক্য গড়ে দিলেন বেন স্টোকস। বারবার বাউন্ডারিতে আছড়ে পড়ছিল তাঁর চার-ছক্কা। মাত্র ১২৪ বলে ১৮২ রানের বিধ্বংসী ইনিংস বেন স্টোকসের। ১৫টি বাউন্ডারি এবং ৯টি ওভার বাউন্ডারি মেরেছেন। ওয়ান ডে ফরম্যাটে ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে এটিই সর্বাধিক স্কোর। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮০ রান করেছিলেন প্রাক্তন ওপেনার জেসন রয়। স্টোকস-মালানের বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য দেয় ইংল্যান্ড।
বিশাল রানের পুঁজি নিয়ে দাপট ইংল্যান্ড পেসারদের। যোগ্য সঙ্গ দেন পার্টটাইম স্পিনার লিয়াম লিভিংস্টোন। ক্রিস ওকস ৩ এবং বাঁ হাতি পেসার রিস টপলি ২ উইকেট নেন। লিভিংস্টোনের নামে ৩ উইকেট। ৩৯ ওভারে ১৮৭ রানেই অলআউট নিউজিল্যান্ড। ইংল্যান্ড জয়ী ১৮১ রানে। বেন স্টোকস একাই করেছেন ১৮২!