ICC Women World Cup 2022: বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে কাল মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
বিশ্বকাপের ফাইনালে এই দুই দলের দেখা হচ্ছে ১৯৮৮ সালের পর। এ দিকে, ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে ২০০০ সালের পর থেকে কোনও ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। কিন্তু ইংল্যান্ড চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছে এই মাঠে। ২২ গজ পেস বোলারদের হয়ে কথা বলবে বলেই মনে করছে ফাইনালের দুই শিবির।
ক্রাইস্টচার্চ: মাসখানেক আগে হ্যামিল্টনে দেখা হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার (England vs Australia) মহিলা দলের। মঞ্চটা ছিল মেয়েদের বিশ্বকাপের (ICC Women World Cup 2022) গ্রুপ পর্বের ম্যাচ। বিশ্বকাপে সেটাই ছিল দুই দলের প্রথম ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়নের তকমা নিয়ে খেলতে নেমেও ইংল্যান্ডের মেয়েরা এঁটে উঠতে পারেনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচে ১২ রানে জিতেছিল ম্যাগ ল্যানিংয়ের (Meg Lanning) অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে সেই হারের ধাক্কায় বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছিলেন হেদার নাইটের (Heather knight) ইংল্যান্ড। অন্য দিকে অস্ট্রেলিয়ার দল শুরু করেছিল স্বপ্নের দৌড়। যে দৌড়ে একটাও ম্যাচ না হেরে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে তার। অন্যদিকে টানা তিনটি ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ডের মোড় ঘুরল ভারতের (India) মেয়েদের বিরুদ্ধে জেতার পর থেকে। বাধা পার করে তারাও বিশ্বকাপে ফাইনালে। কাল মেয়েদের বিশ্বকাপের ফাইনাল।
Australia or England – where is the #CWC22 trophy going? ? ? pic.twitter.com/HYx7WoCz8c
— ICC Cricket World Cup (@cricketworldcup) April 2, 2022
মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে সব থেকে সফল দলগুলোর মধ্যে প্রথম দুটি নামই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কাল সপ্তম বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ম্যাগ ল্যানিংয়ের দল। অন্য দিকে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মাঠে নামবে পঞ্চম বিশ্বকাপের লক্ষ্য নিয়ে। তবে মজার বিষয়, বিশ্বকাপের ফাইনালে এই দুই দলের দেখা হচ্ছে ১৯৮৮ সালের পর। এ দিকে, ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে ২০০০ সালের পর থেকে কোনও ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। কিন্তু ইংল্যান্ড চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছে এই মাঠে। ২২ গজ পেস বোলারদের হয়ে কথা বলবে বলেই মনে করছে ফাইনালের দুই শিবির।
ফাইনালে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামলেও অস্ট্রেলিয়া শিবিরে একটাই চিন্তা এলিস প্যারির ফিটনেস। কাল সকালে ম্যাচের আগে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে ইংল্যান্ড দলে ফিটনেস নিয়ে কোনও সমস্যা না থাকলেও একটি পরিবর্তন হতে পারে। লিগ পর্বের ম্যাচে অফ স্পিনার চার্লি ডিনকে মাঠে নামায়নি ইংল্যান্ড। ফাইনালে তাকে নামিয়ে চমক দেওয়ার কথা ভাবছেন হেদার নাইট। ইংল্যান্ড ক্যাপ্টেন বলছেন, “আমাদের একই চেষ্টা, দলের সবাই যেন খুশি থাকতে পারে। খোলা মনে খেলার কথা দলের সবাইকে বলেছি। সবাই মিলে খারাপ শুরুর পরও আমরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। আমার দলকে নিয়ে আমি গর্বিত। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ম্যাগ ল্যানিং বলছেন, “সত্যি কথা বলতে একটু চাপ আছে। বিশ্বকাপের ফাইনালে ম্যাচে নামার আগে চাপ থাকবে না এমনটা হয় না। আমাদের সামনে সুযোগ মাঠে নেমে আরও একটা ভালো পারফর্ম করার। জানি কাজটা সহজ হবে না। কারণ ইংল্যান্ড প্রতিপক্ষ হিসেবে দারুণ।”
আরও পড়ুন : IPL 2022: ধোনির পথেই হেঁটেই সাফল্য পাচ্ছেন এই ক্রিকেটার, কার নাম বললেন রবি শাস্ত্রী?