AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Test Rankings: আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ বুমরা-অশ্বিনদের নাকানিচোবানি খাওয়ানো পোপের

India vs England: জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনদের হায়দরাবাদ টেস্টে রীতিমতো নাকানিচোবানি খাইয়েছিলেন অলি পোপ। এ বার তারই পুরস্কার পেলেন তিনি। সদ্য আইসিসি ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে বড়সড় লাফ দিয়েছেন অলি পোপ (Ollie Pope)। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের একমাত্র বিরাট কোহলি (Virat Kohli)।

ICC Test Rankings: আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ বুমরা-অশ্বিনদের নাকানিচোবানি খাওয়ানো পোপের
হায়দরাবাদ টেস্টে স্টোকসের দলের হিরো অলি পোপ পেলের বিরাট পুরস্কার।Image Credit: ICC
| Updated on: Jan 31, 2024 | 4:24 PM
Share

কলকাতা: হায়দরাবাদ টেস্টের হিরো বলা হচ্ছে তাঁকে। তিনি অলি পোপ (Ollie Pope)। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন ইংল্যান্ডের তারকা অলি পোপ। জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনদের হায়দরাবাদে রীতিমতো নাকানিচোবানি খাইয়েছিলেন অলি পোপ। এ বার তারই পুরস্কার পেলেন তিনি। সদ্য আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশিত হয়েছে। তাতে বড়সড় লাফ দিয়েছেন অলি পোপ। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের একমাত্র বিরাট কোহলি। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেননি বিরাট। তাঁকে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না। কিন্তু আইসিসি ব়্যাঙ্কিংয়ে তাও পয়েন্টের নিরিখে এক ধাপ এগিয়েছেন বিরাট।

ভারতের বিরুদ্ধে ১৯৬ রান, এটাই দেশের বাইরে অলি পোপের করা সবচেয়ে বেশি রান। এ ছাড়া ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের মধ্যে চতুর্থ সর্বাধিক ইনিংস এসেছে পোপের ব্যাটে। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ২০ ধাপ উঠে ১৫ নম্বরে পৌঁছেছেন অলি পোপ। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৬৮৪। এই ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। তাঁর অর্জন রেটিং পয়েন্ট ৮৬৪।

আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ছয় নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তিনি হায়দরাবাদ টেস্টে খেলেননি। তাও ৭৬৭ অর্জিত পয়েন্টের জন্য আইসিসি টেস্ট ক্রমতালিকায় এক ধাপ উঠেছেন বিরাট। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের বিরাট উন্নতি হয়েছে। তিনি পাঁচ ধাপ উঠে পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছেন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এক ধাপ নেমে ১২ নম্বরে পৌঁছে গিয়েছেন। ২০২২ সালের পর থেকে ২২ গজ থেকে দূরে থাকা ঋষভ পন্থ রয়েছেন আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় ১৩ নম্বরে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭২১।

আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৫৩। দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে কাগিসো রাবাডা ও প্যাট কামিন্স। একধাপ উঠে চার নম্বরে এসেছেন জসপ্রীত বুমরা। ছয় নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। এ ছাড়া আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে রয়েছেন ৩ ভারতীয়। এক ও দুই নম্বরে যথাক্রমে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ছয় নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। এই তালিকায় একধাপ উন্নতি হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের।