T20 World Cup 2021: রশিদ-মইন ঘূর্ণিতে লজ্জার হার গেইলদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 24, 2021 | 9:22 AM

এই ম্যাচটা ঘিরে একটা বদলার আবহ ছিল। গত বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে এই ইংল্যান্ডই (England) হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) কাছে। এই বিশ্বকাপের শুরুতে ইওন মর্গ্যানের টিম সেই ক্যারিবিয়ানদের হারিয়েই যাত্রা শুরু করল।

T20 World Cup 2021: রশিদ-মইন ঘূর্ণিতে লজ্জার হার গেইলদের
T20 World Cup 2021: রশিদ-মইন ঘূর্ণিতে লজ্জার হার গেইলদের

Follow Us

ওয়েস্ট ইন্ডিজ ৫৫ (১৪.২ ওভারে)
ইংল্যান্ড ৫৬-৪ (৮.২ ওভারে)

কলকাতা: ফাবিয়ান অ্যালেন গোঁড়ালির চোটে ছিটকে না গেলে রিজার্ভ টিমেই থেকে যেতেন তিনি। মাত্র মাস তিনেক আগে টি-টোয়েন্টি দুনিয়ায় ঠাঁই হয়েছে তাঁর। আর তার মধ্যেই বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছেন আকিল জেরম হোসেন। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ২৮ বছরের বাঁ হাতি স্পিনার জনি বেয়ারস্টোকে কট অ্যান্ড বোল্ড করার জন্য মনে থাকবেন অনেক দিন। অবিশ্বাস্য একটা ক্যাচের জন্য।

আকিলের ফ্লাইটেড বলটা বুঝতে পারেননি বেয়ারস্টো। কিন্তু তাঁর দিকে উড়ে আসা ক্যাচটা বুঝতে পেরেছিলেন আকিল। বাঁ দিকে উড়ে গিয়ে এক হাতে তুলে নেন ক্যাচটা। অসাধারণ, অনবদ্য, অবিশ্বাস্য— যে বিশেষণই ব্যবহার করা হোক না কেন যথেষ্ট নয়। তবে আকিল এবং বাকি ম্যাচে রশিদ খান আর মইন আলির দুরন্ত বোলিং ছাড়া আর কিছু নেই।

এই ম্যাচটা ঘিরে একটা বদলার আবহ ছিল। গত বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে এই ইংল্যান্ডই (England) হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) কাছে। এই বিশ্বকাপের শুরুতে ইওন মর্গ্যানের টিম সেই ক্যারিবিয়ানদের হারিয়েই যাত্রা শুরু করল। তবে, গত বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ আর এই ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনেক ফারাক। ক্রিস গেইল, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভোদের হয় বয়স হয়েছে, নয়তো চোটে বিপর্যস্ত। কুড়ি-বিশের ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য আর নেই। ফর্মেরও ধারেকাছে নেই পুরো টিম। তারা যে এই বিশ্বকাপে বিশেষ কিছু করতে পারবে না, ধারণাই ছিল। প্রথম ম্যাচে তারই প্রতিফলন দেখা গেল।

মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন স্কোর নেদারল্যান্ডসের। ২০১৪ সালে ৩৯ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এ বারও যোগ্যতা পর্বে শ্রীলঙ্কারই কাছে ৪৪ রানে অলআউট হয়েছে তারা। তিন নম্বরে চলে এল পোলার্ডের টিমের ৫৫।

ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লেন্ডি সাইমন্স (৩) আর এভিন লিউয়িস (৬) দ্রুত ফিরে যান। সেই ধাক্কা আর সামলাতে পারেনি ক্যারিবিয়ান টিম। তিন নম্বরে নামা ক্রিস গেইলের সর্বোচ্চ ১৩। বাকি আর কেউই দু’অঙ্কে পৌঁছতে পারেননি। মাত্র ১৪.২ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজকে চমকে দেওয়ার কাজটা শুরু করেছিলেন মইন। সাইমন্স ও সিমরন হেটমেয়ারকে তুলে। পরেরটুকু সারেন রশিদ খান। ২.২ ওভারে মাত্র ২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে।

ইংল্যান্ড ৮.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জনি বেয়ারস্টো ২৪ করে নট আউট থেকে যান। আর জেসন রয় করেন ১১। আকিল ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচের সেরা অবশ্য মইন আলিই।

Next Article